মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিও বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
আজ বুধবার বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বৈঠকটি গুলশানের সিক্স সিজন্স হোটেলের ১৩তলায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে রুমিন ফারহানা একাই অংশ নেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির তরফ থেকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে রুমিন ফারহানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।