হোম > জাতীয়

করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ২০% ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ১৫৪ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে গতকাল ৮ জনের মৃত্যু এবং ৫ হাজার ২২২ জন রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল।    

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৫৫টি সক্রিয় ল্যাবে ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ, যেখানে গতকাল শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।

আর এ পর্যন্ত মোট ১ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৫ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৩ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ওআইসি মিশন প্রধানদের নিয়ে বৈঠকে ইসি

ট্রেনে ঈদযাত্রা: ২৭ মার্চের টিকিট নিতে ৩০ মিনিটে দেড় কোটি হিট

‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

শিশু ধর্ষণের বিচারে হচ্ছে ট্রাইব্যুনাল

জাতীয় সম্প্রচার কমিশন গঠনে হাইকোর্টের রুল

ধর্ষণকে ধর্ষণই বলতে হবে, ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দায় প্রধান উপদেষ্টার কার্যালয়

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

ধর্ষণকে ধর্ষণই বলতে হবে: শিশু সুরক্ষাবিষয়ক ৫ এনজিও

যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব