রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই যুদ্ধ নিয়ে আলোচনার পর এই নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, আমরা অবজার্ব (পর্যবেক্ষণ) করছি।’
‘ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। আলোচনা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দু’একদিন অবজার্ব করার জন্য বলা হয়েছে।’
ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় সেখানে বসবাসকারী বাংলাদেশিরা চরম বিপাকে পড়েছেন। এ বিষয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পোল্যান্ড ও রোমানিয়ায় আমাদের রাষ্ট্রদূতেরা ওয়াচ করছেন কি হচ্ছে, ওখানে বাংলাদেশিদের কি অবস্থা সে বিষয়ে আমাদের আপডেট দিচ্ছেন। সব জিনিসই তাঁরা অবজার্ব করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে।’