Ajker Patrika
হোম > জাতীয়

উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশ্বব্যাংককে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশ্বব্যাংককে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বব্যাংককে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে ওয়াশিংটনে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে বিশ্বব্যাংক প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী  উদ্বোধনকালে শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস যৌথভাবে এই ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আশা করি, স্মার্ট বাংলাদেশ গড়ার রোমাঞ্চকর যাত্রায় বিশ্বব্যাংক আমাদের সঙ্গে থাকবে। আসুন পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিয়ে উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি।’ একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিশনের জন্য বিশ্বব্যাংক এবং অন্য উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ দেন তিনি। 

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অভিন্ন শত্রু হলো ক্ষুধা ও দারিদ্র্য। এ দুটি জয় না করা পর্যন্ত আমাদের বিশ্রাম নেই।’

ছবি প্রদর্শনী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন এই ছবি প্রদর্শনী বিশ্বব্যাংক ও বাংলাদেশ একসঙ্গে কী অর্জন করেছে এবং এখনো কী বাকি আছে তা মনে করিয়ে দেবে। সঠিক রাজনৈতিক পছন্দ বিষয়েও এই প্রদর্শনীর গুরুত্ব রয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘এটি দেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দুস্থ মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিলেন।’

ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে সেখানে প্রধানমন্ত্রী একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

বাংলাদেশে গ্যাসপ্রমের কাজ অব্যাহত রাখতে চায় রাশিয়া

সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের ৫৮৭ কোটি টাকার সম্পদ জব্দ

বিটিভিকে জনপ্রিয় করার তাগাদা উপদেষ্টা মাহফুজ আলমের

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ধর্ষণের শিকার ও সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ৪ আন্তর্জাতিক সংস্থার

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ: আলী রীয়াজ

নারীর প্রতি সহিংসতা রোধে চালু হচ্ছে শর্টকোড নম্বর

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, দেশত্যাগে নিষেধাজ্ঞা