ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনাকে চিঠি লিখেছেন মোদি। চিঠিতে দুই সরকারের অগ্রগতিতে অভিন্ন লাভজনক ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদি। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর যে সৌজন্য আপনি দেখিয়েছে, তা আমাকে ছুঁয়ে গেছে। সম্প্রতি বাংলাদেশে সফরের সময়ে ঢাকায় আপনি যে উদার অতিথি পরায়ণতা দেখিয়েছেন সেই কথাই মনে করিয়ে দিয়েছে।
চিঠিতে মোদি আরও বলেন, কোভিড-১৯ মহামারির বাধা সত্ত্বেও দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় সকল ক্ষেত্রে আমাদের দুই দেশের সহযোগিতা বিকাশ লাভ করে যাচ্ছে। এ বাধা সত্ত্বেও দুই দেশের বৈঠক ও প্রক্রিয়াগুলো অনুষ্ঠিত হওয়াতে আমি সন্তুষ্ট।
শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে চিঠি শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।