Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী। ছবি: সংগৃহীত

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার রাতে তাঁকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীর একটা বাসা থেকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে মামলা রয়েছে।

কাজী কেরামত আলী ১৯৯২ সালে ৫ম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন কাজী কেরামত আলী ।

ছাত্রদল নেতার অফিস থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের বিরুদ্ধে বাজিতপুরে শ্লীলতাহানির অভিযোগ

পারভেজ হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

উল্টো পথে এল ওসির গাড়ি, দেখতে না পাওয়ায় পাঠাওয়ের চালক-সহকারীকে মারধর

রানা প্লাজায় নিহত–আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ

পারভেজ হত্যার আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় ৭ দিনের রিমান্ডে

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার

রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার