হোম > রাজনীতি

নির্বাচনের পর সংস্কার করবে জাতীয় সরকার, কারও চিন্তার দরকার নাই: আমীর খসরু

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নির্বাচনের পর সংস্কার করবে জাতীয় সরকার, কারও চিন্তার দরকার নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘স্বৈরাচারকে সরিয়েছি। আজকে কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে একটা কারণে—মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা পূরণ করতে হলে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হবে।’

আমীর খসরু বলেন, ‘স্বৈরাচারের দোসরেরা বিভিন্নভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। কখনো আনসারের বিদ্রোহ, কখনো সংখ্যালঘু, কখনো (ব্যাটারিচালিত) অটোরিকশার মাধ্যমে প্রতিনিয়ত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।’

আমীর খসরু আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আর কোনো পথ নেই।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আগামী দিনে যেন একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। সংস্কারের কথা যারা বলে, তার বহু আগে ৩১ দফা সংস্কারের কথা, এক বছর আগে তুলে ধরেছি। সেই ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সবকিছু আছে। সেটা আমরা করব। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে, সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ।’

আমীর খসরু বলেন, ‘সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নাই, সংস্কার নিয়ে কারও চিন্তা করার কোনো কারণ নাই। ৩১ দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব।’

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত আমির

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি একাধিক ছাত্রসংগঠনের

আওয়ামী লীগ প্রশ্নে আপস করলে ‘শিষ্টাচার-বহির্ভূত আচরণ’ করবেন হাসনাত

সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জামায়াতের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার: ববি হাজ্জাজ

একটি বিশেষ দলকে সুবিধা দিতে জেলা-উপজেলায় নাগরিক কমিটির সুপারিশ: ববি হাজ্জাজ

এই পয়লা বৈশাখ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে, মির্জা ফখরুলের আশা