Ajker Patrika

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ কথা জানান দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। বৈঠকে এনসিপির প্রতিনিধিত্ব করেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়াও বৈঠকে এনসিপির প্রস্তাবিত সংস্কারগুলো ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়—বিশেষত জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসহ সাবেক শাসনামলের অন্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

বিবৃতিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত