Ajker Patrika
হোম > রাজনীতি

সামনে নির্বাচন, সংস্কারকাজ শেষ: আমানউল্লাহ আমান

ঢাবি সংবাদদাতা

সামনে নির্বাচন, সংস্কারকাজ শেষ: আমানউল্লাহ আমান
সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

আমানউল্লাহ আমান বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে অনেকে অনেক কথা বলেন। আমি কোনো বিতর্কে যাব না। কেবল এটুকু বলব—আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সামনে নির্বাচন, সংস্কারের কাজ শেষ।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘তারেক রহমানের প্রস্তাবগুলোই তো সংস্কার। তাঁর সংস্কার প্রস্তাব অনুযায়ী দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, ফ্যাসিবাদবিরোধী সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে।’

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ছাত্রদলের এই কোরআন তিলাওয়াতের আয়োজন করার কথা বলেছিলেন জননেতা তারেক রহমান। এটাই এই ক্যাম্পাসে প্রথম। এর আগে ফ্যাসিস্ট হাসিনা এ ধরনের আয়োজন করতে দেয় নাই।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আগে সংস্কার, পরে নির্বাচন—এইটা ফ্যাসিবাদের মতো আচরণ। বিএনপি সবাইকে নিয়ে পথ চলতে চায়। কোনোভাবেই আমরা আর সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে দেব না।’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ছাত্রলীগের ছাত্ররাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল। আমাদের সমাজ ও সংস্কৃতি ধ্বংস করেছিল। ৫ তারিখের পর জাতীয় রাজনীতি ও নেতৃত্বে পরিবর্তন এসেছে। একইভাবে ছাত্ররাজনীতি ও এর নেতৃত্বে যাঁরা আছেন, সেখানেও পরিবর্তন এসেছে। এই বিষয়কে জাতীয়তাবাদী ছাত্রদল খুব ভালো করেই গ্রহণ করেছে বলে আমার বিশ্বাস।’

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন‌ নবী খান সোহেল বলেন, ‘স্বৈরাচার যখন ক্ষমতায় থাকে তখন সাদাকে সাদা, কালোকে কালো বলা যায় না, সত্যকে সত্য বলা যায় না। সত্যকে সত্য বলায় মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হয়েছিল এবং মাসের পর মাস আটকে রাখা হয়েছিল।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘ছাত্রদল মেধাবীদের সংগঠন। আজকে আমরা কোরআন তিলাওয়াত শুনলাম। আমাদের ছোট্ট ছোট্ট ভাই-বোনেরা কত সুন্দর করে তিলাওয়াত করল, এটা কিন্তু তারা একদিনে অর্জন করেনি। ছাত্রদল যেন এই ধরনের আয়োজন অব্যাহত রাখে।’

সোহেল বলেন, ‘শিক্ষার বাণিজ্যিকীকরণ ও নগরায়ণের ফলে আমাদের গ্রামের মেধাবীরা যাতে হারিয়ে না যায়, গ্রামাঞ্চলে নজর দিয়ে সেখান থেকে মেধাবীদের বের করে আনবে ছাত্রদল। ছাত্রদল মেধাবী খুঁজবে।’

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে যুগ্ম মহাসচিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এর মধ্যে কিছু কিছু অপপ্রচার কিন্তু সব অপপ্রচার না। দীর্ঘ ১৫-১৬ বছর তোমাদের ওপর নির্যাতন হয়েছে। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসার দানা বাঁধতে পারে। ছাত্রদল চাইলে বাংলাদেশ স্থবির করে দিতে পারে। কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে অগ্রযাত্রা অর্জন করার মাধ্যমে, মনের প্রতিহিংসাকে ইতিবাচক পথে কাজে লাগানো যায়। সাফল্যই হবে সেরা প্রতিশোধ।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আমাদের দায় রয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে আমাদের আশা থাকবে—ভবিষ্যতে যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাঁরা মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার প্রতি বিশেষভাবে নজর রাখবেন।’

নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না: নাহিদ

সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির ‘সংস্কার কমিটি’ গঠন

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই: তারেক রহমান

সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ভেবেচিন্তে মত দেওয়ার আহ্বান ফখরুলের

ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান

টালবাহানা না করে ভোটের ঘোষণা দিন, সরকারকে মোশাররফ

উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আল্টিমেটাম দিল গণঅধিকার পরিষদ

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের স্ত্রী মারা গেছেন

পুলিশের আচরণের কাঙ্ক্ষিত মাত্রায় পরিবর্তন হয়নি: ছাত্রদল

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে: তারেক রহমান