আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পুলিশের গোয়েন্দা বিভাগে নেওয়া হয় এবং সেখানে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার কাজী জাফর উল্যাহর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, ‘পল্টন থানায় একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়ার পর কাজী জাফর উল্যাহ অসুস্থ বোধ করেন। পরে তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।’