নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্র-জনগণের ওপর যেন আমলাতন্ত্র জেঁকে না বসে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে—এমন আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও শিল্পীসমাজ। আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তাঁরা। এ সময় তাঁরা শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদকেও পুনর্বহালের দাবি জানান।
‘গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা, আমলাতন্ত্রের সাথে আপস না, শিল্পকলার স্বায়ত্তশাসন নিশ্চিত করো এবং সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালক হিসেবে পুনর্বহাল করো’—এই শিরোনামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিল্পী ও নাগরিকবৃন্দ।
শিক্ষার্থী রিয়াসাত সালেকিনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাঈম বলেন, ‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশ তৈরি হয়েছে, তাতে আমলাতন্ত্র যেন জেঁকে না বসে—তা নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত না হলে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। শিল্পকলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু আমাদের উপদেষ্টারা সেই আমলাতান্ত্রিকতার মধ্য দিয়েই হাঁটছেন।’
আলোকচিত্রী ও নাট্যকর্মী মারিয়াম রুপা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে যদি আমলাতন্ত্রের পোষ্য হতে হয়, তাহলে এই বাংলাদেশ চাই না, শুধু এতটুকুই বলব।’
শিক্ষার্থী ও নাট্যকর্মী আল মামুন বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা অভ্যুত্থান শুরু করেছিলাম, সেই লক্ষ্যে কি আমরা পৌঁছেছি? আমরা পারিনি। ব্যর্থ হচ্ছি। আমরা প্রত্যেকেই জানি, তাঁকে দায়িত্ব দেওয়ার সময় তিনি নিতে চাননি। তাঁকে সরকার থেকে অনুরোধ করা হয়েছে, তিনি নিয়েছেন। কিন্তু পাঁচ মাস যেতেই তাঁকে কেন চলে যেতে হবে। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ রকম ভয়াবহ দুর্নীতি। তাহলে আমরা কিসের জন্য অভ্যুত্থান করেছি? এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাঁকে সেভাবে কাজ করতে দিতে হবে। অল্প সময়ের মধ্যে এর বিহিত করতে হবে।’
শিক্ষার্থী ও সাংবাদিক সাখাওয়াত ফাহাদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষা ছিল নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংস্কৃতি হবে। কিন্তু দেখেছি যে আগের রূপই এখনো বহাল আছে। আহতদের চিকিৎসার জন্য তাদের আন্দোলন করতে হয়। সুতরাং আমলাতন্ত্র যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, তা আমরা দেখছি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সচিবালয় ঠিকমতো কাজ করছে না।’
এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে আরও বক্তব্য দেন শিক্ষার্থী মহিউদ্দিন রনী, ইব্রাহিম এলিন, অনিরুদ্ধ অনু প্রমুখ।
শিক্ষার্থীদের কথায় উঠে আসে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিষয়টির সমাধান করতে হবে। তাঁরা বলেন, ‘সুষ্ঠু তদন্ত না হলে হাসিনার মতো আপনাদেরও মানুষ টেনে নামাবে। এ বিষয়গুলো নিয়ে সংস্কৃতি উপদেষ্টার খোলাখুলি বলা উচিত। এত দিন একাত্তরকে বিক্রি করা হয়েছে; এখন জুলাইকে বেচবেন আর এসি রুমে বসে আপনারা সিদ্ধান্ত দেবেন, এটা হবে না। সৈয়দ জামিল আহমেদ আসার পরে শিল্পকলার ওয়েবসাইটে পুরো হিসাব দেওয়া হয় প্রত্যেক অনুষ্ঠানের পরে। এতে কাদের সমস্যা হয়, জাতি সব জানে।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শিল্পকলায় এক অনুষ্ঠানে মহাপরিচালক পদ থেকে ইস্তফা দেন সৈয়দ জামিল আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, শিল্পকলায় তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে কিছু অভিযোগ আনেন তিনি। এর বিপরীতে ফারুকীও জামিল আহমেদকে নিয়ে ফেসবুকে অভিযোগ করে পাল্টা পোস্ট দেন।
রাষ্ট্র-জনগণের ওপর যেন আমলাতন্ত্র জেঁকে না বসে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে—এমন আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও শিল্পীসমাজ। আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তাঁরা। এ সময় তাঁরা শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদকেও পুনর্বহালের দাবি জানান।
‘গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা, আমলাতন্ত্রের সাথে আপস না, শিল্পকলার স্বায়ত্তশাসন নিশ্চিত করো এবং সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালক হিসেবে পুনর্বহাল করো’—এই শিরোনামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিল্পী ও নাগরিকবৃন্দ।
শিক্ষার্থী রিয়াসাত সালেকিনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাঈম বলেন, ‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশ তৈরি হয়েছে, তাতে আমলাতন্ত্র যেন জেঁকে না বসে—তা নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত না হলে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। শিল্পকলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু আমাদের উপদেষ্টারা সেই আমলাতান্ত্রিকতার মধ্য দিয়েই হাঁটছেন।’
আলোকচিত্রী ও নাট্যকর্মী মারিয়াম রুপা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে যদি আমলাতন্ত্রের পোষ্য হতে হয়, তাহলে এই বাংলাদেশ চাই না, শুধু এতটুকুই বলব।’
শিক্ষার্থী ও নাট্যকর্মী আল মামুন বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা অভ্যুত্থান শুরু করেছিলাম, সেই লক্ষ্যে কি আমরা পৌঁছেছি? আমরা পারিনি। ব্যর্থ হচ্ছি। আমরা প্রত্যেকেই জানি, তাঁকে দায়িত্ব দেওয়ার সময় তিনি নিতে চাননি। তাঁকে সরকার থেকে অনুরোধ করা হয়েছে, তিনি নিয়েছেন। কিন্তু পাঁচ মাস যেতেই তাঁকে কেন চলে যেতে হবে। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ রকম ভয়াবহ দুর্নীতি। তাহলে আমরা কিসের জন্য অভ্যুত্থান করেছি? এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাঁকে সেভাবে কাজ করতে দিতে হবে। অল্প সময়ের মধ্যে এর বিহিত করতে হবে।’
শিক্ষার্থী ও সাংবাদিক সাখাওয়াত ফাহাদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষা ছিল নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংস্কৃতি হবে। কিন্তু দেখেছি যে আগের রূপই এখনো বহাল আছে। আহতদের চিকিৎসার জন্য তাদের আন্দোলন করতে হয়। সুতরাং আমলাতন্ত্র যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, তা আমরা দেখছি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সচিবালয় ঠিকমতো কাজ করছে না।’
এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে আরও বক্তব্য দেন শিক্ষার্থী মহিউদ্দিন রনী, ইব্রাহিম এলিন, অনিরুদ্ধ অনু প্রমুখ।
শিক্ষার্থীদের কথায় উঠে আসে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিষয়টির সমাধান করতে হবে। তাঁরা বলেন, ‘সুষ্ঠু তদন্ত না হলে হাসিনার মতো আপনাদেরও মানুষ টেনে নামাবে। এ বিষয়গুলো নিয়ে সংস্কৃতি উপদেষ্টার খোলাখুলি বলা উচিত। এত দিন একাত্তরকে বিক্রি করা হয়েছে; এখন জুলাইকে বেচবেন আর এসি রুমে বসে আপনারা সিদ্ধান্ত দেবেন, এটা হবে না। সৈয়দ জামিল আহমেদ আসার পরে শিল্পকলার ওয়েবসাইটে পুরো হিসাব দেওয়া হয় প্রত্যেক অনুষ্ঠানের পরে। এতে কাদের সমস্যা হয়, জাতি সব জানে।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শিল্পকলায় এক অনুষ্ঠানে মহাপরিচালক পদ থেকে ইস্তফা দেন সৈয়দ জামিল আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, শিল্পকলায় তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে কিছু অভিযোগ আনেন তিনি। এর বিপরীতে ফারুকীও জামিল আহমেদকে নিয়ে ফেসবুকে অভিযোগ করে পাল্টা পোস্ট দেন।
বাংলাদেশে নতুন করে আরও ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। পাঁচটি বিকাশমান অর্থনীতির দেশের জোট ব্রিকসের উদ্যোগে গঠিত এনডিবি ইতিমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। আজ মঙ্গলবার চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বা
৮ ঘণ্টা আগেদেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল সোমবারের হামলায় সরকারের ব্যর্থতা লক্ষণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গাজা ও রাফাহে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী
১৩ ঘণ্টা আগেনাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। তাঁর মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। তবে তাঁকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে।
১৪ ঘণ্টা আগেফিলিস্তিন রক্ষায় সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এই আহ্বান জানা
১৫ ঘণ্টা আগে