বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাবেশের আয়োজক ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা গত ২ জুন ভোটের অধিকার অর্জন, বাক্স্বাধীনতা সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলাম। ১১ জুন চট্টগ্রামে, ১৭ জুন বগুড়ায়, ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে, ২২ জুলাই সিলেটে এবং ২৯ জুলাই ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। আমরা আরও ঘোষণা দিয়েছিলাম, আমাদের সমাবেশগুলো হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস ও গণতান্ত্রিক। এ দেশের তরুণ সমাজ আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আমরা সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সমাবেশ ঘিরে সারা দেশে একটি গণজাগরণের সৃষ্টি হয়েছে। কিন্তু ৪ জুন যুবলীগের একটি পাল্টা কর্মসূচি আমাদেরকে হতবাক করেছে। আমাদের কর্মসূচি ঘোষণার ২ দিন পরে একই তারিখে একই স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগের এই কর্মসূচিকে আমরা উসকানিমূলক ও বিশৃঙ্খলা সৃষ্টির একটি অপপ্রয়াস বলে মনে করি।
সালাউদ্দিন টুকু বলেন, আমরা অনেক দিন থেকে বলে আসছি আওয়ামী অঙ্গ সংগঠন যুবলীগ ও অন্যান্যরা জন্মলগ্ন থেকেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে আসছে। বিরোধী মতের কণ্ঠরোধ করতে গুম, খুন, চাঁদাবাজি, হামলা মামলা তাদের জন্মগত অভ্যাস তারই ধারাবাহিকতা এখনো বিদ্যমান।