বান্দরবানে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এই ঘটনায় সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ‘নিপীড়িত রোহিঙ্গাদের ওপর এই হামলা ক্ষমার অযোগ্য। কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।’
শুক্রবার রাতে বান্দরবানের তমব্রু সীমান্তে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টারশেল হামলায় ১ রোহিঙ্গা কিশোর নিহত ও ৬ জন আহত হন। এই ঘটনার পর রোহিঙ্গা শিবিরে আতঙ্ক বিরাজ করছে।
ওই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংযত আচরণ করতে মিয়ানমার সরকারকে আহ্বান জানান জি এম কাদের। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি।