হোম > রাজনীতি

শেখ হাসিনার আমলে সকল হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংঘটিত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের অফিসে গিয়ে সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও ছিলেন।

চিঠি দিয়ে ফিরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন, সেটা হচ্ছে-একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্ত। যার মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনা ঘটেছে সেটি উদ্‌ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরা চিঠি দিয়েছি। তারা জাতিসংঘে পাঠাবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ হয়েছে, গুম করা হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে, দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে এই হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটা জাতির সামনে, বিশ্বের সামনে আমাদের তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে, নিজের দেশের নাগরিকদের হত্যা করে, জোর করে ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা-সেটা যেন কারও না হয়।’

আমীর খসরু বলেন, ‘আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে অনুরোধ করেছি। জাতিসংঘকে বলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেও বলেছি। জাতির এই ক্রান্তিলগ্নে এ রকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এবং সেটাই আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি।’

তদন্তের বিষয়বস্তু প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘এখানে গণহত্যার ওপরেই তদন্ত হবে। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়। এ জন্য এটার তদন্ত আন্তর্জাতিকমানের নিরপেক্ষ স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে। তার মানে এই না যে, দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা সেটার সঙ্গে এটা (তদন্ত) সাংঘর্ষিক কিছু। কারণ আমাদের আগে আইন বলে তো কিছু ছিল না দেশে। দেশের অভ্যন্তরে যেটা হবে, সেটা তো অন্য বিষয়। যে গণহত্যার ঘটনা ঘটেছে, তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এটার প্রতিবাদ করেছে। আমরা মনে করি যে, আন্তর্জাতিকমানের একটি স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা যদি এসব তুলে ধরতে না পারি, ভবিষ্যতেও স্বৈরাচার এবং এ রকম ফ্যাসিস্ট সরকার আসবে। বাংলাদেশের মানুষকে গুম-খুন হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। আমরা চিরতরে এটার অবসান চাই।’
 
একজন গণহত্যাকারী কি আবার দেশে ফেরত এসে রাজনীতি করার অধিকার রাখে কি না, এ প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘ফিরে আসা না আসা তো তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে, এটা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। ব্যক্তি, দল, তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে, এ ব্যাপারে কারও মনে সন্দেহ নাই।’

নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত আমির

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি একাধিক ছাত্রসংগঠনের

আওয়ামী লীগ প্রশ্নে আপস করলে ‘শিষ্টাচার-বহির্ভূত আচরণ’ করবেন হাসনাত

সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জামায়াতের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার: ববি হাজ্জাজ

একটি বিশেষ দলকে সুবিধা দিতে জেলা-উপজেলায় নাগরিক কমিটির সুপারিশ: ববি হাজ্জাজ