Ajker Patrika
হোম > রাজনীতি

সরকারকে মানুষের পাশে দাঁড়াতে বাধ্য করব: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারকে মানুষের পাশে দাঁড়াতে বাধ্য করব: জি এম কাদের

দলীয় লোকদের সুবিধা দিতেই বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকে বাধ্য করব।’ 

রাজধানীর পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে আজ রোববার জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘গরিব মানুষকে বাঁচাতে সরকারের কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে। ন্যায়বিচারবঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াব। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকেও বাধ্য করব।’ 

রমজানেও দেশের মানুষ ভালো নেই জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। নিজেদের আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। অথচ সরকারের পক্ষ থেকে বলা হয়, দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে। 

দেশে চরম বৈষম্য তৈরি হয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখাচ্ছে। বেশির ভাগ মানুষ কষ্ট করবে আর কিছু মানুষ রাজা-বাদশার মতো জীবন কাটাবে, তা হতে পারে না।’

বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে: রিজভী

ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া

আগে নির্বাচন পরে সংস্কার, বিএনপি এটি বলেনি: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া

সীতাকুণ্ড থানার ওসিকে দেশছাড়া করার হুমকি বিএনপি নেতা আসলামের

চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

দিল্লি ও আ.লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর খুশি মনে ঈদ করতে দেয়নি: এ্যানি