আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রী বিটের এসবি পাসধারী প্রত্যেক মিডিয়ার একজন রিপোর্টার ও ক্যামেরাপারসন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে কাভারেজের জন্য থাকতে পারবেন বলেও জানানো হয়।
এর আগে ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।