হোম > রাজনীতি

নতুন বাংলাদেশের জন্য সম্মিলিতভাবে কাজ করব: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। 

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’

বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’ 

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’ 

এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’

নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত আমির

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি একাধিক ছাত্রসংগঠনের

আওয়ামী লীগ প্রশ্নে আপস করলে ‘শিষ্টাচার-বহির্ভূত আচরণ’ করবেন হাসনাত

সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জামায়াতের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার: ববি হাজ্জাজ

একটি বিশেষ দলকে সুবিধা দিতে জেলা-উপজেলায় নাগরিক কমিটির সুপারিশ: ববি হাজ্জাজ