Ajker Patrika
হোম > রাজনীতি

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢোকার মুখে যুবদলের এক কর্মীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢোকার মুখে যুবদলের এক কর্মীসহ আটক ৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় তল্লাশি করছে পুলিশ। আজ শুক্রবার বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে মহিলা দলের দুজন সদস্য ও কয়েকজন বিএনপির কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার উদ্দেশে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজন বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেন। তাঁর নাম সরফরাজ (২৮)। অন্যরা হলেন আল আমিন ও নাজমুল। নাজমুলের দাবি, তিনি বিএনপির কর্মী নন, পথচারী ছিলেন। আর আল আমিন নিজেকে গাড়িচালক হিসেবে দাবি করেন। 

যুবদলের কর্মী গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, গত বুধবার নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। 

নয়াপল্টনের পাশের এলাকায় এসে যারা বিএনপি পরিচয় দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আটক করছে পুলিশ। 

সমালোচনা করতে গিয়ে মুখ্য বিষয় যেন গৌণ হয়ে না যায়: তারেক রহমান

জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে পরাস্ত করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস

ধর্ষণ-নিপীড়ন: সোমবার সারা দেশে ছাত্রদলের মানববন্ধন

স্থগিত হওয়া দুই ইফতার মাহফিলের তারিখ জানাল বিএনপি

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার: নায়েবে আমির

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে: আবুল কালাম আজাদ

নারীর নেতৃত্ব তৈরিতে সংরক্ষিত আসন আর ভূমিকা রাখবে না: সামান্তা শারমিন