চলতি মাসের ২৪ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। সে দিন দেশের জেলা ও উপজেলা থেকে সম্মেলনে আগত কাউন্সিল এবং ডেলিগেটদের সহায়তার জন্য পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার অনুরোধ করেছেন দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সম্মেলনে উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি এ অনুরোধ করেন তিনি। বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করবো—তাঁর পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী যারাই আছে তারা অন্তত এই সময়টাতে একটু স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুক। এটাই আমার বিশেষভাবে অনুরোধ।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চলের বেশিরভাগ লঞ্চে আসবেন। উত্তরবঙ্গ থেকে বাসে আসবেন। তাই বাস স্টেশনগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবস্থা আপনি করবেন। কারণ আমাদের বিরোধী দল চাচ্ছে এখানে একটা অঘটন ঘটুক। এটা থেকে সতর্ক থাকতে হবে।’
শৃঙ্খলা উপকমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, ‘আওয়ামী লীগের জেলা পর্যায়ে অনেক বয়স্ক লোক আছে, কেন্দ্রীয় পর্যায়েও আছে। তাদের সসম্মানে আসনে বসানোর দায়িত্ব শৃঙ্খলা কমিটির।’
মফস্বল থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য বসা, পানি ও খাদ্যর ব্যবস্থা সঠিকভাবে করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ করেন আবুল হাসানাত আবদুল্লাহ্। তিনি বলেন, ‘আমাদের দলের ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নির্ভর করবে সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে যদি সমাপ্ত করতে পারি তাহলে জনগণের কাছে ভালো গ্রহণযোগ্যতা হবে। তাই যার যেখানে অবস্থান থাকবে, তিনি সেখানেই ২৪ ঘণ্টা অবস্থান করবেন। অন্য জায়গায় যাবেন না।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।