গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদন চালাতে আগ্রহী নয় নির্বাচন কমিশন। আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নয় মর্মে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাফিডেভিট দাখিল করা হয়েছে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায়।
আজ মঙ্গলবার এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, সোমবার ওই আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে রিট করেছিলেন গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। হাইকোর্ট ২০১৯ সালে রুল মঞ্জুর করে নিবন্ধন দিতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করেছিল।
তবে তারা আপিল মামলাটি আর চালাতে আগ্রহী নয় বলে অ্যাফিডেভিট দাখিল করেছেন। এখন নির্বাচন কমিশন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে আর কোনো বাধা রইল না।