Ajker Patrika

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে দলটি। ছবি: আজকের পত্রিকা
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে দলটি। ছবি: আজকের পত্রিকা

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ (ডিপিপি) নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’ স্লোগানে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে দলটি।

অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী, ঘোষণাপত্র পাঠ করেন দলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজী। এ ছাড়া উপস্থিতি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ, গণতান্ত্রিক নাগরিক শক্তির সহসভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।

দলের ঘোষণাপত্রে বলা হয়, ‘চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্রব্যবস্থার আমূল বদলে দেওয়ার এই স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন রেনেসাঁস, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি ও মহান নেতৃত্ব সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধিশালী, শক্তিমান ও প্রগতিশীল হয়ে উঠবে। আজ সবার সম্মুখে দাঁড়িয়ে এই প্রত্যয় এবং প্রতিজ্ঞা ঘোষণা করছি যে আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশা আল্লাহ।’

নতুন এই দলটির চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আশার সঞ্চার হয়েছে জনগণের মাঝে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অত্যাচার-জুলুম নির্যাতন থেকে মুক্ত হতে রাজপথে বহু মানুষ আত্মাহুতি দিয়েছে।

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার, রাজনীতি মুক্ত ক্যাম্পাস ও ভারতের আধিপত্যর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কোনো দলের নেতৃত্বে এই আন্দোলন হয়নি। ’৭১ ও ’২৪ সালের স্বাধীনতা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠন করলে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন সংবিধান লিখে নতুন যুগের সূচনা শুরু করা যেত। কিন্তু দুর্ভাগ্য রাজনৈতিক শক্তির অভাবে কারণে তা সম্ভব হয়নি। দেশের মানুষ ও মাটির জন্য ড. ইউনূসের মধ্যে লোকের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তাঁর মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন। স্বাধীনতার ৫৪ বছরে যাঁরা দেশে পরিচালনা করেছেন, তাঁরা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত