Ajker Patrika
হোম > রাজনীতি

সংস্কারও চাই, নির্বাচনও চাই: জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক

সংস্কারও চাই, নির্বাচনও চাই: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ফাইল ছবি

সংস্কার ও নির্বাচন উভয়ের পক্ষে অবস্থান নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলে, সেটা মানুষ নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই আবার নির্বাচনও চাই। এই কাজ করতে হলে আমাদের ন্যূনতম ঐকমত্যে দাঁড়াত হবে। ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ হতে না পারলে, অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘সীমান্ত হত্যা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জোনায়েদ সাকি।

গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সংস্কার ও নির্বাচন নিয়ে একটি মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি, সংস্কার এবং নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করে নির্বাচন দরকার।’

বাংলাদেশ কোনো পথে যাবে, তা বর্তমান সরকারের কাছে বিরাট দায়িত্ব বলে মন্তব্য করেন সাকি। তিনি বলেন, ‘বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, ফ্যাসিস্টের পলায়নের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা যাতে বিদায় জানাতে পারি তার জন্য মানুষ রক্ত দিয়েছে। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে।’

দেশ বর্তমানে একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছে বলে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘অভ্যুত্থানে ছাত্র-জনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেশের সমস্ত রাজনৈতিক দল এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে। মানুষ এখন তার অধিকারের জবাব চায়। এখনো সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে। বাংলাদেশের মানুষ কোনোভাবেই সীমান্ত হত্যা মেনে নেবে না।’

এ সময় বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের অন্য নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর

মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য কি গণ-অভ্যুত্থান হয়েছিল: সালাহউদ্দিন

বোমা হামলা নয়, এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

অনেকে দল করছেন, কিন্তু কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই: রিজভী

গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিকের পেছনে ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র: সালাহউদ্দিন