Ajker Patrika
হোম > রাজনীতি

বিএনপির বর্ধিত সভা শুরু, খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার

অনলাইন ডেস্ক

বিএনপির বর্ধিত সভা শুরু, খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার
বিএনপির বর্ধিত সভার মঞ্চ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) বর্ধিত সভা শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাত বছরে বিএনপির সবশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সাত বছর পরে এবারের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। দেশের বাইরে থাকায় সভায় সশরীরে নেই তিনি। তবে সভা মঞ্চে সম্মানার্থে তাঁর জন্য প্রধান অতিথির চেয়ার রাখা হয়েছে।

বিএনপির বর্ধিত সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
বিএনপির বর্ধিত সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কোরআন তিলাওয়াতের পর গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে নিহত দলের নেতা-কর্মীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রয়াত ও গুম হওয়া নেতা-কর্মীদের জন্য শোকপ্রস্তাব পাঠ করা হয়। শোকপ্রস্তাব পাঠ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সভা মঞ্চে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেবেন।

বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে: রিজভী

ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া

আগে নির্বাচন পরে সংস্কার, বিএনপি এটি বলেনি: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া

সীতাকুণ্ড থানার ওসিকে দেশছাড়া করার হুমকি বিএনপি নেতা আসলামের

চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

দিল্লি ও আ.লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর খুশি মনে ঈদ করতে দেয়নি: এ্যানি