Ajker Patrika
হোম > রাজনীতি

শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত: জিএম কাদের

শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, শেখ হাসিনার পতন না হলে দেশে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

জিএম কাদের বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত। এ দেশের ছাত্র-জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের দেশে। আমাদের বীর সন্তানেরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি।’ 

চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। পরিবহন মালিকদের দাবি সড়কের চাঁদার জন্য গণপরিবহনের ভাড়া বেড়ে যায়। কেউ প্রতিবাদ করলে তাঁর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে। পরিবহন সেক্টরের সংস্কারও জরুরি হয়ে পড়েছে।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন—জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, জাতীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্যসচিব আব্দুর রহিম প্রমুখ।

সাবেক শিবির নেতা জুনায়েদ ও রাফের চীন সফরের বিষয়ে জানে না নাগরিক কমিটি

বিএনপি অতীতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে, এখনো করবে: মির্জা ফখরুল

ফাঁসির আসামি আজহারের রিভিউয়ের আংশিক শুনানি, পরবর্তী শুনানি কাল

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের জানাজা নয়াপল্টনে, বাদ আসর

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

ফাঁসির আসামি জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ

দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দিবেন না: আগে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ফখরুল

শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাবির সাদা দল থেকে ৩ শিক্ষককে বহিষ্কার

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

চীন সফরে বিএনপিসহ আট দলের নেতারা