হোম > রাজনীতি

জুলাই আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে অনেকেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনের ক্রেডিট নিতে চায়। অথচ তারা আন্দোলন শুরুর অনেক পরে এসেছে। তারা জানে না বিদেশে কীভাবে আন্দোলন হয়েছে। লন্ডন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে কীভাবে আন্দোলন হয়েছে, তারা জানে না। এই আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি। এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়া।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইতিহাস সংরক্ষণ না করলে তা ভবিষ্যৎ ইতিহাসে জায়গা পাবে না মন্তব্য করে তিনি বলেন, প্রবাসীদের এই আন্দোলনে অংশগ্রহণ বই বা ডকুমেন্ট করে জাতির সামনে তুলে ধরতে হবে। এই প্রক্রিয়ায় বিএনপি সর্বোচ্চ সহায়তা করবে।

আলোচনা সভায় প্রবাসীরা জাতীয় সংসদ ও মন্ত্রিসভায় তাঁদের প্রতিনিধিত্বের দাবি তুলে ধরেন। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জুলি, সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, ফ্লোরিডা বিএনপির সভাপতি এমরান হক চাকলাদার, আব্দুল খান হারুন, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলেমউদ্দীন হাওলাদার আরিফ উপস্থিত ছিলেন।

জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ চাই না: নাসীরুদ্দিন পাটওয়ারী

সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে

বিএনপির সঙ্গে সুর মিলিয়ে এ বছরই নির্বাচন চায় খেলাফত মজলিস

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

ক্ষমতার দাপটে গণ-অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে: সিপিবি

বরিশালে জামায়াতের আমির ও চরমোনাই পীরের রুদ্ধদ্বার বৈঠক

বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও ছবক নেওয়া লাগবে না: আমীর খসরু

সালাহ্উদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে ডেমরায় বিক্ষোভ মিছিল

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

জনগণের ম্যান্ডেট নিয়ে বসলে সরকারের আত্মবিশ্বাস থাকবে: মির্জা ফখরুল

সেকশন