Ajker Patrika
হোম > রাজনীতি

বিএনপি একটি সন্ত্রাসী দল: বরিশালে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপি একটি সন্ত্রাসী দল: বরিশালে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করে রেলে আগুন দিয়ে মা-সন্তানকে পুড়িয়েছে। বাসে আগুন দিয়েছে। আমি ধিক্কার জানাই তাদের। বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের কি মানুষ চায়? তাদের দোসর যুদ্ধাপরাধীরা। তারা নির্বাচন বানচাল করতে চায়। আপনারা ভোটকেন্দ্রে যাবেন। মার্কাটা কী—নৌকা।’ 

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এই বরিশালে তারা কত মানুষকে হত্যা করেছে। তারা বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করে। আর এখন বাংলাদেশ বদলে যাওয়া দেশ।’ 

নির্বাচনী জনসভায় যোগ দেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা প্রায় ২৫ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি এই অঞ্চলের ২১ আসনের প্রার্থীকে জনগণের কাছে পরিচয় করিয়ে দেন। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পাশেই ছিলেন। 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বোন শেখ রেহানা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে: রিজভী

ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া

আগে নির্বাচন পরে সংস্কার, বিএনপি এটি বলেনি: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া

সীতাকুণ্ড থানার ওসিকে দেশছাড়া করার হুমকি বিএনপি নেতা আসলামের

চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

দিল্লি ও আ.লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর খুশি মনে ঈদ করতে দেয়নি: এ্যানি

যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতেই হবে: জামায়াতের আমির