আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করে রেলে আগুন দিয়ে মা-সন্তানকে পুড়িয়েছে। বাসে আগুন দিয়েছে। আমি ধিক্কার জানাই তাদের। বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের কি মানুষ চায়? তাদের দোসর যুদ্ধাপরাধীরা। তারা নির্বাচন বানচাল করতে চায়। আপনারা ভোটকেন্দ্রে যাবেন। মার্কাটা কী—নৌকা।’
আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এই বরিশালে তারা কত মানুষকে হত্যা করেছে। তারা বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করে। আর এখন বাংলাদেশ বদলে যাওয়া দেশ।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পাশেই ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বোন শেখ রেহানা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।