Ajker Patrika
হোম > বিজ্ঞান

সমুদ্রের পানি থেকে সস্তায় হাইড্রোজেন জ্বালানি

অনলাইন ডেস্ক

সমুদ্রের পানি থেকে সস্তায় হাইড্রোজেন জ্বালানি

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সমুদ্রের পানিকে ক্ষারযুক্ত বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন।

পৃথিবীর মানুষ এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বনমুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে সামনের বছরগুলোতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে। হাইড্রোজেন পোড়ালে পানি উৎপন্ন হয় বলে পরিবেশের কোনো ক্ষতির কারণ হয় না। 

গবেষকদের এই সাফল্য উপকূলীয় অঞ্চলে কম খরচে কার্বনমুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে।  

গবেষণা দলের সহ-প্রধান অধ্যাপক শিজং কিয়াও বলেন, ‘আমরা প্রায় শতভাগ দক্ষতার সঙ্গে সমুদ্রের পানিকে অক্সিজেন ও হাইড্রোজেন অণুতে আলাদা করতে পেরেছি। আমরা একটি বাণিজ্যিক ইলেকট্রোলাইজারে বিনা মূল্যের এবং সস্তা অনুঘটক ব্যবহার করে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেন তৈরি করেছি।’ 

বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে পানিকে অক্সিজেন এবং হাইড্রোজেন অণুতে আলাদা করার পদ্ধতিকেই ইলেকট্রোলাইসিস বলা হয়। 

ইলেকট্রোলাইসিস পদ্ধতি প্রয়োগের আগে সমুদ্রের পানি সাধারণত বিশুদ্ধ করার প্রয়োজন হয়। গবেষক দলটি জানিয়েছে, সাধারণত পানিতে প্লাটিনাম ও ইরিডিয়াম অনুঘটক প্রয়োগ করে পানি বিশুদ্ধ করে নিলে যে ফল পাওয়া যেত, একই ফলাফল ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে কোবাল্ট অক্সাইড ব্যবহার করে পাওয়া গেছে। 

স্বাদুপানির তুলনায় সমুদ্রের পানি থেকে অধিক পরিমাণে হাইড্রোজেন জ্বালানি পাওয়া সম্ভব। এ ছাড়া কোনো প্রকারের বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই হাইড্রোজেন জ্বালানি তৈরি করা সম্ভব হওয়ায় খরচও অনেকটা কমে আসবে।

গবেষক দলটির পরবর্তী লক্ষ্য হলো, একটি বৃহত্তর ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের পরিমাণ বাড়ানো। তাঁরা আশা করছেন, এই গবেষণা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে।

নিকোটিন বা অ্যালকোহলের মতো আসক্তি তৈরি করে স্মার্টফোন: গবেষণা

সূর্যগ্রহণের সময় চাঁদে কী হয়, দেখতে গেল মার্কিন চন্দ্রযান

৩৬০ কোটি বছর আগে সমুদ্র ছিল মঙ্গলে, উপকূলরেখা শনাক্ত করল চীনা যান

১১ হাজার বছর পর আবার বরফে ঢেকে যাবে পুরো পৃথিবী: গবেষণা

পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য থেকে ব্যাটারি, রিচার্জ ছাড়াই চলবে বহু বছর

তীব্র ঠান্ডায়ও মেরু ভালুকের লোমে বরফ জমে না যে কারণে

ডুমস ডে ভল্টে যুক্ত হলো আরও ১৪ হাজার ফসল বীজ

গভীর মহাকাশে মূল্যবান ধাতুর সন্ধানে যাচ্ছে মহাকাশযান ওডিন

এক সারিতে আসবে সৌরজগতের ৭ গ্রহ, বিরল দৃশ্য দেখবেন যেভাবে

প্লুটো দিবস আজ, গ্রহের মর্যাদা হারালেও আগ্রহের কেন্দ্রে