Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

অবশেষে সুখবর পেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে সুখবর পেলেন সাকিব
বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করলেন সাকিব। ছবি: এএফপি

অবশেষে সুখবর পেলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টানা দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারে ইংল্যান্ডের লাফবোরোতে দেওয়া পরীক্ষায় পাস করেছেন তিনি।

সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর পরিশ্রমের পর সফল হলেন সাকিব। সারে কাউন্টির ইনডোর ব্যবহার করেছেন বোলিং অনুশীলননে, লাফবোরোতে দিয়েছেন পরীক্ষা। সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে। তবে পেশাদার ক্রিকেট কোন লিগ দিয়ে শুরু করবেন সেটি এখনো জানা যায়নি।

এবার সাকিবের সঙ্গে ছিলেন তাঁর শৈশবের বিকেএসপির বন্ধু সিরাজ উল্লাহ খাদেম। এর আগে গত বছরের ডিসেম্বরে লাফবোরোর পরীক্ষাকেন্দ্রে প্রথমবার এবং চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় তিনি পাস করতে ব্যর্থ হন।

তারপর সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন সাকিব। আর তৃতীয় দফায় পরীক্ষা দিয়ে সাফল্য পেলেন। এখন তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে বাধা নেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে প্রথমবার তাঁর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করেন মাঠের আম্পায়ারররা। পর্যবেক্ষণে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে বোলিং থেকে নিষিদ্ধ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও সেটি বহাল থাকে। ছিটকে যান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকেও।

নিজের জন্মদিনে তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

আইপিএলে অবিক্রীত ওয়ার্নারই পাকিস্তানের লিগে অধিনায়ক

তামিমের জন্য দোয়া চাইলেন হামজারা

লিটনদের বিকল্প খুঁজছে পাকিস্তান সুপার লিগ

তামিমের জন্য মন খারাপ হার্শা-যুবরাজদেরও

তামিম কদিন ধরেই অসুস্থ ছিলেন, জানালেন সাইফউদ্দিন

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড

হামজাকে নিয়ে যা ভাবছেন ভারতের কোচ

তামিম এখন কথা বলতে পারছেন

মোহামেডানকে জিতিয়েই তামিমকে দেখতে হাসপাতালে ছুটলেন মুশফিকরা