হোম > খেলা > ফুটবল

বিরল রেকর্ড গড়লেন রোনালদো, মেসি কত দূরে

ক্রীড়া ডেস্ক    

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১০: ৫৭
টানা ২৪ বছর গোল করার বিরল রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক

রেকর্ড গড়ার মতো সহজ কাজ আর কী হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও সেটা তাঁকে দেখে বোঝার উপায় নেই। পাল্লা দিয়ে গোল করে চলেছেন। সৌদি আরবে গত রাতে বিরল এক রেকর্ড গড়লেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তাঁর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সেই রেকর্ড থেকে আছেন অনেক দূরে।

রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো আল আখদুদের বিপক্ষে ৪২ মিনিটে রেকর্ড বইয়ে নাম লেখালেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করে টানা ২৪ বছর গোল করার বিরল কীর্তি করে ফেললেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে অভিষেকের বছরই গোলের দেখা পান রোনালদো। সেই যে শুরু, এরপর থেকে এখন পর্যন্ত প্রতি বছরই গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসির ২০০৪ সালে অভিষেক হলেও পেশাদার ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পেয়েছেন ২০০৫ সালের মে মাসে। রোনালদোর রেকর্ড ছুঁতে মেসিকে ২০২৮ পর্যন্ত গোল করতে হবে নিয়মিত।

২০২৮ সালে মেসির বয়স হবে ৪১ বছর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার কত দিন খেলবেন, সেটাও একটা ব্যাপার। তিনি এখন পাখির চোখ করছেন ২০২৬ বিশ্বকাপে। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন মেসি। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই বার গোল্ডেন বলের পুরস্কার জেতার কীর্তি গড়েন মেসি। বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এখানে তিনি এরই মধ্যে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড দুটি শিরোপা জিতেছেন।

রোনালদোর রেকর্ডের রাতে আল আখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ৬ মিনিটে গোলে আল আখদুদকে এগিয়ে নেন স্যাভিয়ার গডউইন। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু আল নাসরের। ২৯ মিনিটে ব্যবধান কমানো গোল করেন সাদিও মানে। রোনালদোর ৪২ মিনিটে রেকর্ড গড়া গোলে আল নাসর প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে যায়। আল নাসরের তৃতীয় গোল ৮৮ মিনিটে করেন মানে। যেটা মানের দ্বিতীয় গোল। ম্যাচ শেষে আল নাসরের ৩-১ গোলে জয়ের কিছু মুহূর্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘সবচেয়ে ভালোভাবে বছরটা শুরু হলো।’

৩-১ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিনে এখন আল নাসর। ১৪ ম্যাচে ৮ জয়, ৬ হার ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট এখন রোনালদোর দলের। ৩৬ ও ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে আল ইত্তিহাদ ও আল হিলাল। তারা প্রত্যেকেই খেলেছে ১৩টি করে ম্যাচ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মোহামেডানকে ধরতে গিয়ে আরও পিছিয়ে রহমতগঞ্জ

মিরাজদের প্রথম হারের স্বাদ দিলেন তাসকিনরা

‘ক্যানসার আক্রান্ত যুবরাজকে ছেঁটে ফেলেছিলেন কোহলি’

ইংলিশ তারকাদের সঙ্গে তামিমের আগেও লেগেছে