এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে গতকাল ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু অনুশীলনের মাঠ নিয়ে খুশি হতে পারেননি তিনি।
শিকড় বাংলাদেশে হলেও হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে নামডাক কুড়িয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের একটা সময় বার্সেলোনায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে শোনা গেছে।
ব্যাপক চিন্তা নিয়েই কাল সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। চোটের কারণে একগাদা তারকা ফুটবলার ছাড়াই খেলতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তার আগে আলোচনায় লিওনেল মেসির ১০ নম্বর জার্সি কে পরবেন?
আল নসর থেকে দারুণ ছন্দ নিয়ে পর্তুগালের হয়ে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনালে পুরোটা সময় ছায়া হয়ে রইলেন সিআরসেভেন। দলেরও হলো তাই তিক্ত অভিজ্ঞতা। রাতে পার্কেন স্টেডিয়াম থেকে ১-০ গোলে হেরে ফিরছে তারা। প্রথম লেগে দারুণ জয়ে সেমিফাইনালের পথটা
দারুণ শুরু করা ব্রাজিল একটু পরই ঝিমিয়ে পড়ল। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরল কলম্বিয়া। রোমাঞ্চকর ম্যাচ যখন ড্রয়ের পথে, ঠিক তখনই ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ এক গোল। বিআরবি মানে গরিঞ্চা থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়
ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের রেকর্ড মোটেও আশা জাগানিয়া নয়। ১৯৯৯ সালে মে মাসে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপের সেমিফাইনালে মতিউর মুন্নার ‘গোল্ডেন গোলে’ জেতার পর গত ২২ বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় যেন সোনার হরিণ।
সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত দল থেকে আগেই বাদ পড়েন পাওলো দিবালা। এবার পেলেন আরও বড় দুঃসংবাদ। চলতি মৌসুমে আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে আর্জেন্টিনার এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের। বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনার প্রাথমিক দলে নাম থাকলেও পেশির সমস্যায় দিবালা ছিটকে পড়েন...
সবার আগে ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিশ্চিত করল জাপান। এই নিয়ে টানা আটবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে উঠল জাপান।
লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লো সেলসোরা চূড়ান্ত দল ঘোষণার আগেই চোটে ছিটকে গেছেন। এবার ম্যাচের আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় পরশু সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা, আজ ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজ। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ...
২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে। ভারত ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের।
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের খেলতে সকালে ভারত সফরে গেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লড়বে এ দুল দুটি। তার আগে আজ সকালে বিমানবন্দরে প্রবেশের সঙ্গেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন...
হাভিয়ের কাবরেরা কোচ হয়ে আসার পর বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন আগের মতো উন্মুক্ত নয়। অনুশীলন দেখতে খুব বেশি সমর্থক কাল তাই আসেননি। কিন্তু গতকালের চিত্রটা একেবারেই ভিন্ন। কাবরেরা এবারও রুদ্ধদ্বার অনুশীলন রেখেছেন। কিন্তু কাল বসুন্ধরা কিংস...
বাংলাদেশে নেমেই হামজা চৌধুরী হুংকার দেন, ‘ভারতের বিপক্ষে জিতব।’ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় গতকাল সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায় প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলনেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন হামজা। আর আজ সকালেই বাংলাদেশ ফুটবল দল গুয়াহাটির উদ্দেশে ঢাকা ছেড়েছে। ২৫ মা
নেশনস লিগ
আন্তর্জাতিক ফুটবলে এখন ম্যাচের মেলা। ফিফা বিশ্বকাপের বাছাইয়ে এএফসি, কনমেবল এবং কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) লড়াইয়ের মধ্যেই শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই।
অবসর ভেঙে মাঠে ফেরার আগে ৯ মাস মাঠের বাইরে ছিলেন সুনীল ছেত্রী। তবে লম্বা এই বিরতিও তাঁর ফুটবল দক্ষতায় জং ধরাতে পারেনি। গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেন। বুঝিয়ে দিলেন ফুটবলকে তাঁর দেওয়ার এখনো ঢের বাকি তাঁর।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল দল আগামীকাল রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। তার আগে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করল বাফুফে। বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে ছবিও তুলেছেন হামজা।