সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
আক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
স্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
ক্যারিয়ারের শুরুতে নেইমার জুনিয়রের নাম উচ্চারিত হতো লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। শুরুটা এমন উজ্জ্বলই ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ২০১৩ সালে সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। বিশ্বসেরা ক্লাবে খেলে চার বছরে নিজেও হয়েছেন বেশ পরিপক্ব। জিতেছেন দুটি লা লিগা শিরোপা...
আট রাউন্ড শেষ কিন্তু মোহামেডানের ছুটে চলা থেমে নেই! পয়েন্ট টেবিলে সবার মাথার ওপর যেন চেপে বসেছে মতিঝিলের ক্লাবটি। তারাই একমাত্র ক্লাব যাদের নামের পাশে পড়েনি কোনো হার এবং ড্রয়ের দাগ। সর্বশেষ প্রিমিয়ার লিগে আজ ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। তাতে টানা আট ম্যাচের সবগুলোয় জয় পেল আলফাজ আহ
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২২ সালে এসেছেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘গোলমেশিন’ হালান্ড এবার সিটির সঙ্গে করলেন প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি।
রিয়াল মাদ্রিদ-সেলতা ফিগো ম্যাচের ৫-২ গোলের স্কোরকার্ড দেখে একপেশে ম্যাচ মনে হওয়াটাই স্বাভাবিক। তবে যাঁরা ম্যাচ দেখেছেন, তাঁরা বুঝবেন কী রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচটা। সাময়িক চাপে পড়া দলটিকে শেষ সময়ে উদ্ধার করেছেন ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিক।
শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান! বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলার আর জাতীয় দলের জন্য হাভিয়ের কাবরেরাকেই রেখে দিয়েছে বাফুফে। আজ ফেডারেশন ভবনের সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাদের...
সৌদি আরবের আল হিলালে থাকলেও নেইমার এরপর কোথায় যাবেন, সেটা নিয়ে চলছে আলাপ-আলোচনা। কারণ, চোটে পড়ায় সৌদি ক্লাবটির হয়ে তিনি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে...
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।
বয়সভিত্তিক ফুটবল থেকেই দুর্দান্ত খেলছেন লামিনে ইয়ামাল। উঠে এসেছেন বার্সেলোনার ফুটবলার তৈরির ‘কারখানা’ লা মাসিয়া থেকে। তাঁর খেলা দেখে অনেকেই লিওনেল মেসির ছায়া দেখতে পান। কেননা মেসি প্রায় দুই দশক কাটিয়েছেন বার্সা। তাদের যুব একাডেমি লা মাসিয়া থেকেও তাঁর উত্থান।
ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু এক এক করে সৌদি আরব, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানিয়েও কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাফুফে জানায়...
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে হাইব্রিড মডেলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ ঢালাও প্রচারণাও শুরু করেছে আইসিসি। গতকাল চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’ বলে একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ—সব জায়গাতেই তাঁর ম্যানচেস্টার সিটি জেতার চেয়ে ম্যাচ হারছে বেশি। এমন সময়ে তাঁর ৩০ বছরের সংসার ভাঙার সম্পর্ক চাউর হয়েছে।
গতকাল রাতে এল ক্লাসিকো হারায় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির চাকরি নিয়ে টানাটানি! তবে স্প্যানিশ দৈনিক দিয়ারিও এস জানিয়েছে, এই মাসটা দেখেই সিদ্ধান্ত নেবে রিয়াল। আপাতত তাঁকে বরখাস্ত করার কথা ভাবছে না মাদ্রিদের ক্লাবটি।
স্প্যানিশ সুপার কাপ ফাইনাল
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—সবশেষ তিন স্প্যানিশ সুপার কাপে এভাবেই ঘুরেফিরে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ সুপার কাপে শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোতে এভাবেই চলছে প্রতিশোধের খেলা। যেখানে গত রাতে বার্সার কাছে রিয়াল রীতিমতো বিধ্বস্ত হয়েছে।