হোম > খেলা > ক্রিকেট

স্কটল্যান্ডকে উড়িয়ে বাছাইপর্বের আগে বার্তা দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

স্কটল্যান্ডকে সহজেই হারিয়ে দিল বাংলাদেশ। ছবি: এএফপি

বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।

লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।

জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।

বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।

এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।

আরও পড়ুন:

বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরদিনই মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ফুডি

মোস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক অধিনায়ক

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

মোস্তাফিজের এনওসি নিয়ে কী বললেন বিসিবি সভাপতি

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

ইতালিকে বিশ্বকাপে নিয়ে বাদ পড়লেন এই ক্রিকেটার

আইসিসি রেটিংয়ে আফ্রিদির আরও কাছে ভারতীয় স্পিনার

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি