Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

রোহিতদের হারিয়ে ভারতে ইতিহাস নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক    

রোহিতদের হারিয়ে ভারতে ইতিহাস নিউজিল্যান্ডের
কিউইদের এই উদ্‌যাপনই বলে দিচ্ছে পুনে টেস্টের ফল। ছবি: এএফপি

ইতিহাস গড়েই ফেলল নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতন ভারতে টেস্ট সিরিজ জিতল কিউইরা। শুধু কী তাই! ২০১২ সাল থেকে ঘরের মাটিতে অপরাজেয় দলের এটি শতাব্দীর সবচেয়ে বড় জয়ও। আজ পুনেতে তৃতীয় দিনেই ১১৩ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

এই সিরিজের আগে টানা ১৮ সিরিজ জিতেছিল ভারত। ঘরের মাটিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে কিউইদের মুখোমুখি হয়েছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা রোহিত শর্মারা। আর নিউজিল্যান্ড ভারতে এসেছিল শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ হয়ে।

ভারত ফেবারিট হিসেবে সিরিজ শুরু করলেও পাশার দান উল্টে যেতে সময় লাগেনি। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম দিনে ৪৬ রানে গুটিয়ে লজ্জায় পড়েছিল ভারত। সেই টেস্টে তারা হেরেছিল ৮ উইকেটে। এবার রোহিতরা পুনেতে হারল তৃতীয় দিনেই। ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৪৫ রানে। শেষ দিকে রবীন্দ্র জাদেজার (৪২) লড়াই হারটাকে যা একটু বিলম্বিতই করেছে। তার আগে ওপেনার যশস্বী জয়সওয়ালের ৬৫ বলে ৭৭ রানের ইনিংসে জয়ের স্বপ্নই দেখছিল ভারত। কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতো অভিজ্ঞদের দ্রুত বিদায় সেই স্বপ্ন ফিকে হতে থাকে।

চা বিরতির আগেই হার প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতের। লক্ষ্য তাড়ায় নেমে ১ উইকেটে ৮১ রানে মধ্যাহ্নভোজে গেলেও ফেরার পর একের পর একেক উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। চার বিরতির আগে তাদের স্কোরটা দাঁড়ায়—৭ / ১৭৮। তারপরও দুই অলরাউন্ডার জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ভরসা জোগাচ্ছিলেন ভারতীয়দের। কিন্তু চার বিরতির পর আর ১৬ ওভার টিকতে পারে ভারত।

উপমহাদেশের স্পিনবান্ধব উইকেটে ভারতকে কাবু করেছে স্পিনাররাই। চতুর্থ ইনিংসের ১০ উইকেটই নিয়েছে নিউজিল্যান্ড স্পিনাররা। তার মধ্যে মিচেল স্যান্টনার নিয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট পেয়েছেন অ্যাজাজ প্যাটেল। ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে সকালেই বাকি ৫ উইকেট হারানোয় কিউইদের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে।

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান

চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে ভুল বলেননি শান্ত, কোচের দাবি

গুঞ্জন শুনেছেন আপনারাই লিখে দিন, মুশফিক-মাহমুদউল্লাহর অবসর নিয়ে কোচ

তামিমের ডাকে তিনি দল বদলেছেন

ইব্রাহিমের রেকর্ড সেঞ্চুরিতে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানিস্তান

বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শেষ করতে চায় পাকিস্তান

বাংলাদেশ ম্যাচের পরই তাহলে পাকিস্তান কোচের চাকরি শেষ

এখানেও বাংলাদেশের দুর্দশা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও পণ্ড করে দিতে পারে বৃষ্টি

ইংল্যান্ডকে আবারও ভড়কে দিতে ব্যাটিংয়ে আফগানরা