Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ভারতকে বিধ্বস্ত করে এবার আরেক ঝামেলায় পড়ল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ভারতকে বিধ্বস্ত করে এবার  আরেক ঝামেলায় পড়ল নিউজিল্যান্ড

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে বিধ্বস্ত করে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আরেক ঝামলায় পড়ল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন না কেইন উইলিয়ামসন।

পুনেতে পরশু শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ থেকে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। উইলিয়ামসনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’

ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ১ নভেম্বর। এই টেস্টে উইলিয়ামসনকে পেতে আশাবাদী নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে এই তারকা ব্যাটারকে নিয়ে সাবধানে এগোতে বলে মনে করেন স্টিড। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন,‘সামনের দিনগুলোতে তার আরও উন্নতি দেখব বলে আমরা আশা করছি। তৃতীয় টেস্টে তাকে পাব বলে আশা রয়েছে। তাকে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা দেব। তবে এখানে সাবধানে এগোতে হবে।’

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই উইলিয়ামসন কুঁচকির চোটে পড়েন। তবু তাঁকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করেছিল এনজেডসি। প্রথম টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক স্যাম ওয়েলস। কিন্তু উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারত সফর করেননি। সিরিজের প্রথম দুই টেস্ট মিস করা কিউই এই তারকা ক্রিকেটার বাসায় বসে নিজের পুনর্বাসনের কাজ করবেন এখন।  

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরশু শেষ হয়েছে বেঙ্গালুরুতে। এই টেস্টে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ঘরের মাঠে ভারতের জন্য সেটা সর্বনিম্ন। ১৭৩ রান করে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থেকেছেন। উইল ইয়ংয়ের সঙ্গে ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জেতান রাচীন।        

আরও পড়ুন:

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

ইংল্যান্ডকে বিদায় করে সেমির আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান

বাংলাদেশের ভরাডুবির কারণ জানালেন সালাহ উদ্দীন

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান

চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে ভুল বলেননি শান্ত, কোচের দাবি

গুঞ্জন শুনেছেন আপনারাই লিখে দিন, মুশফিক-মাহমুদউল্লাহর অবসর নিয়ে কোচ

তামিমের ডাকে তিনি দল বদলেছেন

ইব্রাহিমের রেকর্ড সেঞ্চুরিতে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানিস্তান

বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শেষ করতে চায় পাকিস্তান

বাংলাদেশ ম্যাচের পরই তাহলে পাকিস্তান কোচের চাকরি শেষ