হোম > খেলা > ক্রিকেট

বুমরা না আসায় অনেক খুশি বাংলাদেশ

জসপ্রীত বুমরাকে মোকাবিলা করতে হবে না দেখে অনেক খুশি বাংলাদেশ। ছবি: এএফপি

বোলিং ভেলকিতে ব্যাটারদের বিভ্রান্ত করতে জসপ্রীত বুমরা সিদ্ধহস্ত। ডেথ ওভারে বোলারদের ওপর ব্যাটাররা বেধড়ক পিটুনি দিলেও বুমরার মৃত্যুবাণের সামনে চোখে সর্ষেফুল দেখেন। জাদুকরী এই বোলারকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাচ্ছে না ভারত। তাতে অনেক স্বস্তিতে বাংলাদেশ দল।

আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল এক উপস্থাপিকার সঙ্গে মেহেদী হাসান মিরাজের আলাপচারিতা হচ্ছিল বুমরাকে নিয়ে। মিরাজ বলেন, ‘সে খুবই ভিন্ন রকম এক বোলার। খুবই বিপজ্জনক।’ উপস্থাপিকা বলেন, ‘সে এখানে আসছে না।’ এই কথা শোনার পর মিরাজের যেন হাসি থামছেই না। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি জানি। আমরা খুবই খুশি। ওহ। সে খুবই বিপজ্জনক বোলার।’

দুবাইয়ে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চ্যাম্পিয়নস ট্রফির অভিযান যে দলের বিপক্ষে শুরু, তাদের তারকা বোলার না থাকাতেই মিরাজের চোখেমুখে দেখা গিয়েছিল তৃপ্তির ঝলক। ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার এরপর প্রশ্ন করছেন, ‘সে কেমন আছে? উপস্থাপিকা বললেন, ‘সে খুব ভালো আছে। এখন এনসিএতে অনুশীলন করছে।’ সংস্করণ, ভেন্যু যা-ই হোক, বুমরার মায়াবী বোলিংয়ে ব্যাটাররা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়েন। মিরাজ বলেন, ‘প্রত্যেকেই তাকে সমীহ করে। সব ব্যাটার।’

২০২৪-এর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। মিরাজ দুই সিরিজে খেললেও বুমরা খেলেছিলেন টেস্ট সিরিজ। সেই সিরিজে বুমরাকে মোকাবিলা করার অভিজ্ঞতার কথা গতকাল আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে শুনিয়েছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘সে আমাকে দুই বার আউট করেছিল। এর আগের টেস্ট সিরিজে কানপুরে দুই বার সে আমার উইকেট নিয়েছিল। এখন সে অনেক উন্নতি করেছে। দুই দিকেই বোলিং করতে পারে।’

‘এ’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান-এই তিন দলের বিপক্ষে গ্রুপপর্বে খেলতে হবে বাংলাদেশ দলকে। ভারতের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলতে নাজমুল হোসেন শান্ত-মিরাজদের যেতে হবে পাকিস্তানে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। নিউজিল্যান্ড গত রাতে করাচিতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করেছে।

আরও পড়ুন:

বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরদিনই মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ফুডি

মোস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক অধিনায়ক

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

মোস্তাফিজের এনওসি নিয়ে কী বললেন বিসিবি সভাপতি

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

ইতালিকে বিশ্বকাপে নিয়ে বাদ পড়লেন এই ক্রিকেটার

আইসিসি রেটিংয়ে আফ্রিদির আরও কাছে ভারতীয় স্পিনার

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি