Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

বার্সার রূপকথার রাতটা আর্জেন্টাইনদের

ক্রীড়া ডেস্ক    

বার্সার রূপকথার রাতটা আর্জেন্টাইনদের
নজরকাড়া গোল মেসির। ছবি: এএফপি

একই রাতে জ্বলে উঠল আর্জেন্টিনার সামনের সারি। মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নজরকাড়া এক গোল করলেন লিওনেল মেসি, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে হুলিয়ান আলভারেজ করলেন লক্ষ্যভেদ আর সিরি-আয় আটালান্টার সঙ্গে লাউতারো মার্তিনেজের ঝলক। মেসির ইন্টার মায়ামি ও মার্তিনেজের ইন্টার মিলান জিতলেও অবিশ্বাস্যভাবে হেরে গেল আলভারেজের আতলেতিকো মাদ্রিদ।

নিজেদের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোয় অসাধারণ প্রত্যাবর্তন দেখাল বার্সেলোনা। আলভারেজ ও আলেক্সান্ডার সরলথের গোলে ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত আতলেতিকো ২-০ গোলে এগিয়ে ছিল। সেখান থেকে হান্সি ফ্লিকের দল ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুটি গোল করে ম্যাচ ৪-২ গোলে অবিশ্বাস্যভাবে জিতে নেয়। সুপার সাব ফেরান তোরেস জোড়া ও লামিন ইয়ামাল-রবার্তো লেভানদোভস্কি করেন একটি করে গোল।

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে পেনাল্টিতে বিতর্কিত গোল বাতিল হয়েছিল আলভারেজের। সেই আক্ষেপকেই যেন শক্তিতে রূপ দিলেন। ৪৫ মিনিটে আর্জেন্টাইন তারকার লক্ষ্যভেদী শটে আতলেতিকো লিড নেয়। হাফটাইমের ঠিক আগে আঁতোয়া গ্রিজমান খুঁজে পান জিউলিয়ানো সিমিওনেকে। তাঁর বাঁকানো পাস ধরে আলভারেজ মৌসুমে নিজের ১১ তম লিগ গোলটি করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল।

বদলি নেমে কনর গালাঘারের বানিয়ে দেওয়া বলে আলেক্সান্ডার সরলথ ৭০ মিনিটে দিয়েগো সিমিওনের দলের ব্যবধান দ্বিগুণ করেন। বার্সেলোনা পাল্টা জবাব দিতে দেরি করেনি। ইনিগো মার্তিনেজের ক্রসে দুই মিনিট পর ব্যবধান কমান লেভাদোভস্কি। ৭৮ মিনিটে রাফিনহা বক্সের মধ্যে বল বাড়ালে তোরেস হেড করে জাল কাঁপান।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পরও হাল ছাড়েনি বার্সা। বক্সের প্রান্ত থেকে লামিনে ইয়ামালের শট রেইনিলদোর বুকে লেগে ইয়ান ওবলাককে পরাস্ত করে। যোগ টাইমের দ্বিতীয় মিনিটে বার্সা ৩-২ গোলে এগিয়ে যায়। শেষ মুহূর্তে তোরেস নিজের দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন।

আগের রাতে ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছিল রিয়াল মাদ্রিদ। বার্সা তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে আবার এক নম্বরে ফিরল। রিয়ালের সমান ২৮ ম্যাচ খেলে আতলেতিকো ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।

এমএলএসে আটালান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচের ১১ মিনিটে ইমানুয়েল ল্যাট লাথের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। সমতায় ফিরতেও বেশি দেরি হয়নি। ২০ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। ৮৯ মিনিটে ফাফা পিকাল্টের গোলে নিশ্চিত হয় মায়ামির। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

সিরি-আয় আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টারকে এগিয়ে নেন কার্লোস অগাস্তো। ৮৭ মিনিটে আরেকটি গোল করেন লাউতারো মার্তিনেজ। ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ইন্টারও আছে টেবিলের শীর্ষে।

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে হামজা

বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার

ফাহামিদুলকে ফেরানো সম্ভব না, বলছেন বাংলাদেশ কোচ

ভারতের ছেত্রী ভালো, তবে হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার: জামাল

হামজাকে নিয়ে জামাল বলছেন, বাংলাদেশের মেসি এসে গেছে

স্পেনের হয়েও রোজা রেখে খেলবেন ইয়ামাল

রেকর্ড গড়া বাংলাদেশের স্কুল ক্রিকেটারকে কী উপহার দিচ্ছেন লিটন

ঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণ

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচারকাজে পুলিশ কর্মকর্তার বিস্ময়কর মন্তব্য

সৌদির ৬ হাজার কোটি টাকার লিগ নিয়ে ইংল্যান্ডের আপত্তি