হোম > খেলা > ক্রিকেট

আবারও আয়ারল্যান্ডকে ২০০-এর নিচে আটকে দিল বাংলাদেশ

 ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১৮৫ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড। ছবি: বিসিবি

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংটা দারুণ হচ্ছে বাংলাদেশের। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে এখন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে আজ নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৮৬ রান।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড করেছিল ৯৮ ও ১৯৩ রান। মিরপুরে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচটি আইরিশদের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। এই ম্যাচে সফরকারীরা পুরো ৫০ ওভার খেললেও করতে পেরেছে ১৮৬ রান।

ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশরা যেন ভুলেই গেছে এটা টেস্ট নয়, ওয়ানডে ম্যাচ। কারণ, ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ওপেনার সারাহ ফোর্বসকে যখন বোল্ড করেন সুলতানা খাতুন, আইরিশদের স্কোর হয়ে যায় ৫.৪ ওভারে ১ উইকেটে ৯ রান। রানরেট ১.৫৯।

এমন পরিস্থিতিতে দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টার ও লুইস গড়েন ৪৮ রানের জুটি। ২০তম ওভারের প্রথম বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন রাবেয়া খান। ৪০ বলে ১ চারে ২৩ রান করেন হান্টার। এরপর তৃতীয় উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টের সঙ্গে ৪০ রানের আরও একটি জুটি গড়তে অবদান রাখেন লুইস।

আয়ারল্যান্ডের অধিনায়ক লুইস ফিরতেই ধসের শুরু তাদের ইনিংসে। ৮৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৮৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। যেখানে ইনিংসের শেষ বলে ফাহিমা খাতুনকে উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে যান অ্যামি ম্যাগুয়ার। উইকেটরক্ষক জ্যোতি সহজেই স্টাম্পিং করেন।

আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন লুইস। ৭৯ বলের ইনিংসে মেরেছেন ৯ চার। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ফাহিমা। ১০ ওভার বোলিং করে ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার ও সুলতানা। দুজনেই ১০ ওভার করে বোলিং করেন। নাহিদা ও সুলতানা খরচ করেন ২৯ ও ৫৫ রান।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

পাকিস্তান নাকি ওয়েস্ট ইন্ডিজ—মুলতানে জিতবে কারা, ম্যাচ দেখবেন যেখানে

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

সেকশন