হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের লিগে নাম লেখালেন ৮ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন মোস্তাফিজ ও সাকিব। ছবি: এএফপি

২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে ড্রাফটের সময় ঘনিয়ে আসছে। এরই মধ্যে অনেক ক্রিকেটার ড্রাফটে নামও লিখিয়েছেন। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের এই ড্রাফটে আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।

ড্রাফটে কোনো ক্রিকেটার নাম লেখালেই পিএসএল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। গত বছরের ২৫ ডিসেম্বর ড্রাফটে মোস্তাফিজুর রহমানের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল। সাকিব আল হাসানকে নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষ একটি পোস্ট করে।

বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে ভিডিওটি ছিল ৫৯ সেকেন্ডের। এবার জানা গেল ৮ বাংলাদেশি ক্রিকেটারের নাম। সাকিব-মোস্তাফিজের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে ১১ জানুয়ারি হবে পিএসএলের ড্রাফট।

সাকিব এবারের বিপিএলে খেলতে পারছেন না। মাহমুদউল্লাহ রিয়াদ এবারের বিপিএলে ফরচুন বরিশালকে রোমাঞ্চকর এক জয় এনে দিতে অসাধারণ অবদান রাখেন। মাহমুদউল্লাহর দলেই আছেন রিশাদ ও তাওহীদ হৃদয়। তাসকিন দুর্বার রাজশাহীর হয়ে কদিন আগে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই তছনছ করে দেন। মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছেন। শেষের দিকে তাঁর খরুচে বোলিং ডোবাচ্ছে ঢাকা ক্যাপিটালসকে। হাসান ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করছেন। খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বাংলাদেশের এই তরুণ পেসার। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটারদের ভুগিয়েছেন তিনি। পিএসএল ড্রাফট থেকে বাংলাদেশের কজন এবার দল পান, সেটা সময়ই বলে দেবে।

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে।কিন্তু এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ায় পিএসএল আয়োজন করা সম্ভব নয়। এপ্রিল-মে মাসে তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করতে চাচ্ছেন পিসিবি।একই সময়ে চলবে ১৮তম আইপিএল।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ৮ বাংলাদেশি

মোস্তাফিজুর রহমান

সাকিব আল হাসান

মাহমুদউল্লাহ রিয়াদ

হাসান মাহমুদ

রিশাদ হোসেন

তানজিম হাসান সাকিব

তাসকিন আহমেদ

তাওহীদ হৃদয়

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন