হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের জন্য বোনাস ঘোষণা পাপনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ দুর্দান্ত খেললে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোনাস ঘোষণা খুব স্বাভাবিক ঘটনা। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করে যথারীতি বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। সাকিবদের কত টাকা বোনাস দেওয়া হবে, সেটি জানাতে অবশ্য সময় নিয়েছেন পাপন।

আজ ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ক্রিকেটারদের বোনাস নিয়ে পাপন বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো সিরিজ এর আগে আমরা জিতিনি।  সেজন্য তারা ওটা (বোনাস) পাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ওরা এটা বলছে (বোনাসের দাবি), বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তো আছেই, একই সঙ্গে ধবলধোলাই করা। ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি অবশ্যই হবে।’ 

বোনাসের অঙ্ক নিয়ে পাপন বললেন, ‘যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি, তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।’  পাপন আরও জানালেন, এখানে একটু হিসাবনিকাশের বিষয় আছে। হিসেব করেই বিসিবি জানাবে কত বোনাস পেতে যাচ্ছেন সাকিবরা, ‘এটা কত হবে, হিসাব না করে বলা যাবে না। কাল-পরশুর মধ্যে বলা যাবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ