শেষ বল পর্যন্ত খেলার ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রিত্ব রক্ষা করতে পারেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় ক্ষমতা হারিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইমরান গদিচ্যুত হওয়ার পর পিসিবির চেয়ারম্যানের পদে রমিজ রাজার থাকা-না থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ইমরানের চাওয়াতেই গত সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রমিজ। তাই মনে করা হচ্ছে, ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পিসিবির শীর্ষ পদে এবার পরিবর্তন আসতে পারে। আর সেটি হলে পিসিবির চেয়ারম্যান পদে রমিজের বহাল থাকা নিয়েও আছে সংশয়। তবে এই রমিজ পিসিবির দায়িত্ব নেওয়ার পর অবশ্য পাকিস্তান ক্রিকেট প্রাণ ফিরে পেয়েছিল। বাবর আজমরা মাঠে যেমন সাফল্য পেয়েছেন, কূটনৈতিকভাবেও সাফল্য দেখিয়েছে পিসিবি।
গত বছর নিরাপত্তার শঙ্কায় নিউজিল্যান্ড সফর বাতিলের পর পাকিস্তান ক্রিকেটে আবারও যে কালো মেঘ জমেছিল। রমিজ সেই মেঘ দূরে ঠেলে দিতে সক্ষম হয়েছিলেন। এর বড় প্রমাণ অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। অস্ট্রেলিয়ার এই সফর থেকে পিসিবি আয় করেছে ২০০ কোটি রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত পিসিবির চেয়ারম্যান পদে দায়িত্ব বেশ ভালোভাবেই সামলেছেন ইমরানের একসময়ের সতীর্থ রমিজ।
এর পরও দায়িত্ব ছাড়তে হবে এমন আভাস পেলে নিজে থেকে সরে যাবেন রমিজ। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ধারাভাষ্যের বেশ কিছু প্রস্তাব তাঁর কাছে আছে। অবস্থা প্রতিকূলে দেখলে পদত্যাগ করে নিজের পুরোনো পেশায় ফিরে যাবেন রমিজ।