Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

মুম্বাইয়ে স্পিনারদের দিন, জয়ের আশায় দিন পার ভারতের

ক্রীড়া ডেস্ক   

মুম্বাইয়ে স্পিনারদের দিন, জয়ের আশায় দিন পার ভারতের
ম্যাচ চলাকালীন জাদেজার সঙ্গে কথা বলছেন কোহলি। ছবি: এএফপি

ম্যাট হেনরি বোল্ড হতেই দিনের খেলার সমাপ্তি টানলেন আম্পায়াররা। সতীর্থদের সঙ্গে হাসিমুখে ফিরে চললেন রবীন্দ্র জাদেজা। গতকালকের মতো আজও ঘূর্ণি জাদুতে নিউজিল্যান্ড ব্যাটারদের সর্ষে ফুল দেখিয়েছেন তিনি। ভারতও দ্বিতীয় দিন পার করল জয়ের আশা নিয়ে। মুম্বাই টেস্ট জিতলে হোয়াইটওয়াশও যে এড়াতে পারবে তারা।

আজ নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারেনি ভারতীয় স্পিনারদের সামনে। দিন পার করেছে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে। লিড নিয়েছে ১৪৩ রান। শেষ উইকেটে আগামীকাল অ্যাজাজ প্যাটেল (৭) স্কোরটাকে কততে নিয়ে যেতে পারেন সেটিই এখন দেখার। তিনি সঙ্গ পাবেন উইলিয়াম ও’রুর্কির।

কিউইদের ৯ উইকেটের ৮টিই নিয়েছেন স্পিনাররা। প্রথম দিন ৫ উইকেট নেওয়ার পর গতকাল জাদেজার শিকার আরও ৪টি। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট। বাকিটি ওয়াশিংটন সুন্দরের। তবে অধিনায়ক-ওপেনার টম লাথামকে (১) বোল্ড করে সফরকারীদের ব্যাটিং লাইনআপে ভাঙনটা ধরান পেসার আকাশ দীপ। স্কোরবোর্ডে রান তখন ২। এরপর ডেভন কনওয়ে (৫১) ছাড়া কিউইদের আর কেউ উইকেটে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ কিউই হিসেবে ভারতের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে ফিফটি পেলেন তিনি। চা বিরতির আগে নিউজিল্যান্ডের স্কোর ছিল—১/২৬। দিনের আলো ক্রমে কমে আসার সঙ্গে সঙ্গে উইকেটও হারিয়েছে তারা।

তার আগে ভারত প্রথম ইনিংসে থামে ২৬৩ রানে। যার মধ্যে ৯০ রানই এসেছে শুবমান গিলের ব্যাট থেকে। ৩১ রান নিয়ে দিন শুরু করেন তিনি। দিন শুরু করা আরেক ব্যাটার ঋষভ পন্তকে (৬০) হারালেও মধ্যাহ্নভোজের পর ক্যারিয়ারের সপ্তম ফিফটিকে সেঞ্চুরি বানানোর পথে এগিয়ে যাচ্ছিলেন গিল। তবে সেই আশা পূরণ হয়নি তাঁর। উইকেট উপহার দেন প্যাটেলকে। ভারতের প্রথম ইনিংসের ৫ উইকেটই গেছে এই কিউই স্পিনারের পকেটে। গতকাল ২ উইকেট নিয়েছিলেন তিনি। নতুন এক কীর্তিও গড়েছেন প্যাটেল। ভারতের মাটিতে এক ভেন্যুতে সফরকারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেলেন তিনি। ওয়াংখেড়েতে প্যাটেলের উইকেটসংখ্যা ১৯। এ তালিকায় শীর্ষে আছেন ইয়ান বোথাম, ওয়াংখেড়েতেই ২২ উইকেট পেয়েছেন ইংলিশ কিংবদন্তি।

৪ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শুরু করা ভারতকে চাপমুক্ত করেন মূলত উইকেটরক্ষক পন্ত। প্রতি আক্রমণে গিলের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন তিনি। ৩৬ বলে ফিফটি করেন পন্ত। কিউইদের বিপক্ষে টেস্টে এটিই এখন দ্রুততম ফিফটি। এই সিরিজের পুনে টেস্টে ৪১ বলে ফিফটি করা যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভাঙলেন পন্ত। মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে ১৫ উইকেট। তার ১৩ উইকেট নিয়েছেন স্পিনররা।

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা

১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে দেশে ফিরল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের ‘গেরো’ খুলতে চায় দক্ষিণ আফ্রিকা

২২ টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশাই

আফগানদের অপেক্ষায় রেখে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া