হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের রহস্যজনক পোস্ট

ক্রীড়া ডেস্ক

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে চেন্নাই সুপার কিংস পোস্ট দিল মোস্তাফিজুর রহমানের ছবি আর ক্যাপশনে রেখে দিল যত রহস্য। সেই রহস্যময় পোস্ট নিয়ে চেন্নাই ও মোস্তাফিজের ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে যত আলোচনা। 

কী সেই পোস্ট? আজ নিজেদের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে আতিথেয়তা দেবে চেন্নাই। ম্যাচের আগে চেন্নাই মোস্তাফিজের এক ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘শুধু দুজন হাসছে!’ এরপর দিয়েছে দুটি ইমোজি। 

এই ক্যাপশন দিয়ে কী বোঝাতে চেয়েছে চেন্নাই, সেটিই এখনে রহস্যের ঘেরাটোপে। পোস্ট করা মোস্তাফিজের মুচকি হাসির ছবিটিও অবশ্য রহস্যময় ইঙ্গিতই দিচ্ছে। 

এবারের আইপিএলে অবশ্য আর দুই ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মোস্তাফিজ। সামনে যে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি! এখন পর্যন্ত ২০২৪ আইপিএলে ৬ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ফিজ। শুরুর দিকে তাঁর মাথায় সর্বোচ্চ উইকেটের পুরস্কার পার্পল ক্যাপ থাকলেও এখন সেটি চলে গেছে ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরার মাথায়। 

আজ অবশ্য মাঠ নামলে পার্পল ক্যাপ পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ। তবে একাদশে তাঁর জায়গা হবে তো? আগের ম্যাচে লক্ষ্ণৌর মাঠে ৮ উইকেটে হারা ম্যাচে বেশ খরুচে ছিলেন বাংলাদেশি পেসার। ৪৩ রানে নেন ১ উইকেট। সুযোগ পেলে সেই আক্ষেপ ঘুচিয়ে লক্ষ্ণৌর বিপক্ষে প্রতিশোধ নিয়ে চেন্নাইকে জয়ে ফেরাতে চাইবেন মোস্তাফিজ। 

চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমে ৬ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার জন্য ঢাকায় আসতে হওয়ায় খেলতে পারেননি ১ ম্যাচ। চেন্নাই এবারের সংস্করণে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন