Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

নেপালের তারকা ক্রিকেটারের ৮ বছরের জেল

ক্রীড়া ডেস্ক

নেপালের তারকা ক্রিকেটারের ৮ বছরের জেল

অপরাধ প্রমাণিত হওয়ায় আগেই আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বড় রকমের শাস্তি পাওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, সেটিই পাচ্ছেন সন্দীপ লামিচানে। ধর্ষণের দায়ে আজ নেপালের তারকা ক্রিকেটারকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

অল্প বয়সেই নেপালের ক্রিকেটের পোস্টারবয় হয়ে উঠেছিলেন লামিচানে। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও নাম লেখান। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। তবে ২০২২ সালে ২৩ বছর বয়সী এই লেগ-স্পিনারের ক্যারিয়ারে লাগে কলঙ্কের দাগ।

কাঠমান্ডুর এক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। সেই অভিযোগ থেকে জামিনে মুক্ত ছিলেন তিনি। নেপালের স্কোয়াডে ফিরে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।

বারবার বিলম্বিত বিচারের পরে গত ডিসেম্বরে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হোন লামিচানে। সেই সময় অনুমান করা হয়েছিল, বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি। আজ সেই শাস্তিই কার্যকর হলো। লামিচানের কারাদণ্ড নিয়ে কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা এএফপিকে বলেন, ‘আদালত তাঁকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে।’

এছাড়াও লামিচানেকে ৩ লাখ নেপালি রুপি পরিশোধের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ নেপালি রুপিও দিতে হবে তাঁর। তবে লামিচানে এখন হেফাজতে নেই। শাস্তি কার্যকরের সময়ও তিনি আদালতে ছিলেন না। তাঁর আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, এই রায়ের ব্যাপারে তারা উচ্চ আদালতে আপিল করবে।

লামিচানের বিরুদ্ধে অভিযোগ আনা সেই নারী দাবি করেছিলেন, ধর্ষণের সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তবে আদালত এর আগে শুনানিতে জানান, ভিকটিম বয়স ছিল ১৮। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তাঁর স্বজনেরা।

লামিচানের নেপালের হয়ে অভিষেক ২০১৮ সালে। দেশটির হয়ে তিনি ৫১ ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১১২ ও ৯৮ উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা

৪ রানে ৬ উইকেট শেষ, ঢাকা লিগে বিজয়দের বাজে হার