হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাহরাইনে 

২০২৩ এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে গত বছর থেকেই। দুই দেশের ক্রিকেট বোর্ডকে এক বিন্দুতে আনতে এবার বাহরাইনে জরুরি সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

এবছরের এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে সমস্যার সূত্রপাত করেছিলেন জয় শাহ। গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর জয় যখন এই মাসের প্রথম সপ্তাহে ২০২৩ ও ২০২৪ এর এসিসির সূচি প্রকাশ করেছিলেন, তখন অসন্তোষ প্রকাশ করেছিলেন নাজাম শেঠি। পিসিবি প্রধানের মতে, এটা ছিল একতরফা সিদ্ধান্ত। দুই বোর্ডের দ্বন্দ্বের অবসানে তাই ৪ ফেব্রুয়ারি বাহরাইনে জরুরি সভা তলব করেছে এসিসি। 

দীর্ঘদিন পর এসিসির বৈঠক হবে দেখে খুশি শেঠি। এই ব্যাপারে পিসিবি প্রধান বলেন, ‘এসিসির বৈঠক অনেকদিন হচ্ছিল না। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যার একটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। ভালো খবর এই যে বৈঠকের ব্যাপারে তাদের রাজি করাতে পেরেছি। সেই বৈঠকে আমি থাকছি।’ 

২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। এরপর গত ১০ বছরে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ—এই টুর্নামেন্টগুলোই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার একমাত্র মঞ্চ হয়ে গেছে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ