হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাইয়ের ক্ষত মোছার লক্ষ্যে ভারতে মাহমুদউল্লাহরা

ক্রীড়া ডেস্ক

ভারত সফরে টেস্ট সিরিজে হতাশ করেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজে দারুণ কিছু করে লাল বলের হতাশা ঘোচানোর সুযোগ তাদের সামনে। আগামী রোববার থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে আজ ভারত পৌঁছালেন টি-টোয়েন্টি দলের বাকি ১০ ক্রিকেটারও।

স্থানীয় কোচদের তত্ত্বাবধানে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ প্রস্তুতিও সেরে গেছেন। ভারতের উড়ানে চড়ার আগে তরুণ পেসার তানজিম হাসান সাকিব বললেন, ‘আমরা এখানে অনেক দিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতির দিক থেকে ভালো অবস্থানে আছি আমরা। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে বলব। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে।’

সর্বশেষে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন তানজিম সাকিব। ভারতের বিপক্ষে সেই ছন্দে ধরে রাখার প্রত্যয় এই পেসারের, ‘আমি চেষ্টা করি যখনই যেখানে খেলব, একদম সেরাটা যেন খেলতে পারি। সামনে ভারত সিরিজ আছে, ওই জায়গায় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই। কিন্তু এটা আমি ও রকম মনে রাখতে চাই না। ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করব যেন নিজের সেরাটা দিতে পারি।’

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি, বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর। অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুল হাসান নিতে চান চ্যালেঞ্জ, ‘চ্যালেঞ্জ সব সময় থাকে, এখন এটাও একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিয়ে খেলাটা আমি ভালোবাসি খেলতে। চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে, কীভাবে ভালো করা যায় সেটাই বড় লক্ষ্য থাকবে।’

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

সেকশন