হোম > খেলা > ক্রিকেট

৩০০ টাকায় মিলবে বিপিএল প্লে-অফের টিকিট 

নতুন সূচিতে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এ দুই ম্যাচের জন্য গতকাল টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল কর্তৃপক্ষ।

গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতি টিকিটের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা। আর ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। এ ছাড়া ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। উত্তর বা দক্ষিণ স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ হবে ৫০০ টাকা। পূর্ব স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা।

টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং মিরপুর ০২ নম্বর গেট সংলগ্ন শেরে বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। আগামীকাল থেকে শুরু করে ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়া যাবে অনলাইনেও। ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। 

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ লিটন দাসদের কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ অবশ্য ফরচুন বরিশালের কাছে হেরেছে তারা। তাতেও কোনো সমস্যা নেই। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে কুমিল্লা। নিয়ম অনুযায়ী, বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে খেলে শীর্ষ দুই দল। এলিমিনিটরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটি বেলা ১টা ৩০ মিনিটে আর প্রথম কোয়ালিফায়ার হবে ৬টা ৩০ মিনিটে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ