Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

হতাশ হয়ে আত্মহত্যা করেন ইংলিশ ক্রিকেটার থর্প, দাবি স্ত্রীর

ক্রীড়া ডেস্ক

হতাশ হয়ে আত্মহত্যা করেন ইংলিশ ক্রিকেটার থর্প, দাবি স্ত্রীর

চাঞ্চল্যকর তথ্য দিলেন গ্রাহাম থর্পের স্ত্রী আমান্ডা। তিনি জানিয়েছেন, কয়েক বছর ধরে হতাশা ও উদ্বিগ্নতার সঙ্গে যুদ্ধ করতে করতে নিজের জীবন নিজেই নেন সাবেক ইংলিশ ক্রিকেটার থর্প। 

গত ৫ আগস্ট ৫৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন থর্প। এই জনপ্রিয় ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ক্রিকেট দুনিয়ায়। তবে সে সময় সবাই তাঁর মৃত্যুকে স্বাভাবিক মনে করেছিলেন। কিন্তু আমান্ডা থর্প জানালেন, আত্মহত্যা করেছেন তাঁর জীবনসঙ্গী। 

ইংল্যান্ডের হয়ে ১২ বছরের (১৯৯৩-২০০৫) ক্যারিয়ারে ১০০ টেস্ট ও ৮২টি ওয়ানডে খেলে যথাক্রমে ৬৭৪৪ ও ২৩৮০ রান করেছেন থর্প। খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ারও শুরু করেন তিনি। ২০২২ সালের মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তবে সে সময় জানা যায়নি, জীবন নিয়ে সাবেক এই মিডলঅর্ডার ব্যাটার এত হতাশ ও উদ্বিগ্ন ছিলেন। 

আমান্ডা সম্প্রতি দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দুই বছর আগে সারের সাবেক তারকা থর্প আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি বলেছেন, ‘স্ত্রী ও দুই কন্যা থাকা সত্ত্বেও, যাদের তিনি ভালোবাসতেন, তিনি ভালো ছিলেন না। সাম্প্রতিক সময়ে তিনি ভালো ছিলেন না এবং মনে করেছিলেন, তাকে ছাড়া আমরা আরও ভালো থাকব। তিনি আত্মহত্যা করায় আমরা বিধ্বস্ত।’ 

থর্পের স্ত্রী আরও বলেছেন, ‘গত কয়েক বছর ধরে, গ্রাহাম অত্যন্ত হতাশা ও উদ্বিগ্নতায় ভুগছিলেন। এই কারণে ২০২২ সালের মে মাসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই কারণে তাকে লম্বা সময় আইসিউতে থাকতে হয়েছিল।’

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের সিনিয়র ক্রিকেটাররা তাহলে খেলছেন না

বিকেএসপিতে ঢাকা লিগে হঠাৎ কী নিয়ে হট্টগোল

তামিমদের বিপক্ষে সেঞ্চুরি ইফতির, ব্যর্থ শান্ত

তামিম একই সঙ্গে পক্ষ, আবার প্রতিপক্ষ

ঈদের পর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

অথচ নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় এই ক্রিকেটার ছিলেন নার্ভাস

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম