হোম > খেলা > ক্রিকেট

তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে ধুঁকছে শ্রীলঙ্কা 

১৮ বছর পর চট্টগ্রামে ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বংসী শুরু করে শ্রীলঙ্কা। সফরকারী লঙ্কানরাই এখন ধুঁকছে তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে।

টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কার আজ ওপেনিংয়ে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাংকা। প্রথম ওভারে বোলিংয়ে আসা শরীফুল ইসলামের ওভার থেকে নিতে পারে ২ রান। তবে বিধ্বংসী ব্যাটিং শুরু হয় দ্বিতীয় ওভার থেকে। তাসকিন আহমেদের সেই ওভার (দ্বিতীয় ওভার) থেকে লঙ্কানরা নেয় ১২ রান। একটি করে চার মারেন আভিস্কা ও নিশাংকা। ঝোড়ো ব্যাটিং করতে থাকা লঙ্কানরা প্রথম ৯ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে ফেলে। দলীয় ৭১ রানে ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। দশম ওভারের পঞ্চম বলে আভিস্কাকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তানজিম সাকিব। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন আভিস্কা।

এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে আবারও শ্রীলঙ্কাকে ধাক্কা দেন তানজিম সাকিব। ১২ তম ওভারের প্রথম বলে তানজিম সাকিবকে পুল করতে যান নিশাংকা। এজ হওয়া বল তৃতীয় স্লিপে সহজেই লুফে নেন সৌম্য সরকার। নিশাংকা ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নেমেও সাদিরা সামারাবিক্রমা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৪ তম ওভারের প্রথম বলে সাদিরাকে ফেরান তানজিম সাকিবই। উইকেটরক্ষক মুশফিক এবার দুর্দান্ত ক্যাচ ধরেছেন।

তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে ১৩.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রানে পরিণত হয় লঙ্কানরা। পাঁচ নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন চারিথ আসালাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৭ ওভার শেষে করেছে ৩ উইকেটে ৯৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২২ বলে ১১ রানে ব্যাটিং করছেন। ১৪ বলে ৭ রানে অপরাজিত আসালাঙ্কা।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন