হোম > খেলা > ক্রিকেট

সাকিব তাহলে এ সপ্তাহে দেশে ফিরছেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মাঠে সাকিব আল হাসানের বিদায় নেওয়ার চাওয়াটা পূরণ হওয়ার পথেই বলা যায়। গত মাসে ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, সাকিবকে তাঁর অবস্থান পরিষ্কার করতে হবে। কদিন আগে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে নীরব থাকায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। 

সাকিব পোস্টে এ-ও লিখেছেন, ‘আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি—এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক—আমি নই, আপনারা!’ সাকিবের দুঃখ প্রকাশ এং এই বার্তার পর মোটামুটি পরিষ্কার যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু মিরপুর টেস্ট খেলেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন সাকিব। তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিবের পরিকল্পনা মিরপুর টেস্ট শুরুর অন্তত তিন দিন আগে দেশে ফেরার। মিরপুরে দুই দিনের অনুশীলন শেষেই তিনি নেমে পড়বেন তাঁর নিজের শেষ টেস্ট খেলতে। সে হিসাবে এ সপ্তাহের শেষ দিকে দেশে আসার কথা সাকিবের। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুর ১২টায় তাঁর একটি সংবাদ সম্মেলনও আয়োজন করা হয়েছে। আসিফের সংবাদ সম্মেলনে সাকিবের বিদায়ের আয়োজনের প্রসঙ্গটি আসবে নিশ্চিত। সেখানেই পরিষ্কার হতে পারে সাকিবকে বিদায় জানাতে এই মুহূর্তে সরকার ও বিসিবির পরিকল্পনা আসলে কী।

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

সেকশন