হোম > খেলা > ক্রিকেট

গুঞ্জন শুনেছেন আপনারাই লিখে দিন, মুশফিক-মাহমুদউল্লাহর অবসর নিয়ে কোচ

আজকের পত্রিকা ডেস্ক­

মুশফিকুর রহিম–মাহমুদউল্লাহর অবসরের প্রসঙ্গ উঠেছে দলের সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দিনের সংবাদ সম্মেলনে। ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। দুজনের অবসর নিয়েও অনেক কথা শোনা যাচ্ছে কদিন ধরে। আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের শেষ ম্যাচের আগে আজ দলের সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দিনের সংবাদ সম্মেলনেও এল মুশফিক-মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন প্রসঙ্গ।

সালাহ উদ্দিন অবশ্য দুই সিনিয়র ক্রিকেটারের অবসর নিয়ে প্রশ্ন শুনে কিছুটা বিরক্তই হলেন। তিনি বললেন, ‘গুঞ্জন আপনারা যেহেতু শুনছেন, আপনারাই রেজাল্ট দিয়ে দেন, যেহেতু আমরা শুনিনি। আপনারা শুনেছেন, পত্রিকায় লিখে দিন। আমরা তো বলতে পারব না, কিছু শুনিনি।’

তবে দলের সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে সালাহ উদ্দিন বলেছেন, ‘আমার মনে হয় যে ১৫ জন স্কোয়াডে আসছে, বা যে ১১ জন খেলে একাদশে তাদের সবারই সমান দায়িত্ব। সিনিয়রদের তো বাড়তি টাকা দেওয়া হয় না। এখানে সবারই সমান পারফর্ম করতে হবে। এটা জাতীয় দল, এখানে সবারই সমান দায়িত্ব। আমি একক পারফরম্যান্সে বিশ্বাসী নয়, সমষ্টিগত পারফরম্যান্সে বিশ্বাসী। এ ধরনের টুর্নামেন্টে ভালো করতে দল হিসেবেই ভালো করতে হয়।’

সালাহ উদ্দিন স্বীকার করে নিয়েছেন এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পেছনে দায়ী প্রস্তুতির ঘাটতি। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা টুর্নামেন্ট খেলতে গেছে ২০ ওভারের ক্রিকেট খেলে (বিপিএল)। এ সময়ে দ্রুত ফরম্যাট বদলায়। দ্রুত মানিয়ে নেওয়ার যে ব্যাপার, সেখানেই যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। সালাহ উদ্দিন একজন ভালো মানের অলরাউন্ডারের অভাব অনুভব করেছেন দলে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে যে জায়গাটা আর কেউ পূরণ করতে পারেননি।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ