হোম > খেলা > ক্রিকেট

দুই বছরে দুই হ্যাটট্রিক বাবুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে হেরেছিল রূপগঞ্জ টাইগার্স। বৃষ্টি বাগড়ায় পরের ম্যাচ মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে রূপগঞ্জ। আজ সাভারে বিকেএসপির-৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১১ রানে হারিয়েছে তারা। 

মূলত পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবুর অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যেই এ জয় পেয়েছে রূপগঞ্জ। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটাররা যখন খাবি খাচ্ছিল, তখন ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন বাবু। আর বোলিংয়ে হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। 

ওপেনার ইমরানুজ্জামানের ৬৮ ও অধিনায়ক নাঈম ইসলামের ৭২ রানের ইনিংসে চড়ে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৫১ রান করে রূপগঞ্জ। জবাবে ৪৮.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। ৪১ রানে ছয় উইকেটে হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় তারা। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই গাজী গ্রুপের ওপর চওড়াও হন আলাউদ্দিন বাবু। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার হাবিবুর রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ড্রেসিংরুমে ফেরান বাবু। পরের দুই বলে ফেরান অমিত মজুমদার ও রবি তেজাকে। দুজনে আউট হয়েছেন গোল্ডেন ডাকে। এর আগে ডিপিএলের ২০২০-২১ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হ্যাটট্রিক করেছিলেন বাবু। সেবার ডিপিএল হয়েছিল ২০ ওভারের আদলে। 

হ্যাটট্রিকের তিন শিকারকেই রানের খাতা খোলার আগে ফিরিয়েছেন বাবু। সপ্তম উইকেটে চাপ সামলিয়ে রূপগঞ্জকে জয়ের সম্ভাবনা দেখান অধিনায়ক আকবর আলী ও এনামুল হক। ১৪২ রানের জুটি গড়েন দুজনে মিলে। আকবর ৮৮ রানে আউট হলেও ৮২ রানে অপরাজিত থাকেন এনামুল। 

 ৯.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাবু। অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রূপগঞ্জের এ অলরাউন্ডার। 

দিনের বাকি দুই ম্যাচে অগ্রণী ব্যাংক ১২১ রানে উড়িয়ে দিয়েছে ঢাকা লিওপার্ডসকে। মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী।

ডিপিএলে যত হ্যাটট্রিক—

বোলারের নাম           ম্যাচ                        মাঠ               সাল
রুবেল হোসেন     ব্রাদার্স-গাজী ট্যাংক           সাভার          ২০১৩
তাপস বৈশ্য        কলাবাগান-প্রাইম ব্যাংক      বগুড়া          ২০১৩
মোহাম্মদ শরিফ    শেখ জামাল-গাজী গ্রুপ      ঢাকা            ২০১৬    
মনির হোসেন       ভিক্টোরিয়া-ব্রাদার্স           সাভার (৪)       ২০১৭
আফিফ হোসেন    আবাহনী-শেখ জামাল       সাভার (৪)      ২০১৭
আসিফ হাসান       লিজেন্ড রুপগঞ্জ-শেখ জামাল  সাভার      ২০১৭/১৮
মাশরাফি মর্তুজা    আবাহনী-অগ্রণী ব্যাংক        ফতুল্লা         ২০১৭/১৮
মোহাম্মদ শরিফ    গাজী গ্রুপ-লিজেন্ড রুপগঞ্জ    সাভার (৩)  ২০১৭/১৮
আলাউদ্দিন বাবু    রুপগঞ্জ টাইগার্স-গাজী গ্রুপ    সাভার (৪)   ২০২২/২৩

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন